Archiveরায়গঞ্জ

আবারও চুরি রায়গঞ্জে, এবার পুলিশের বাড়িতেই!

NBlive রায়গঞ্জঃ দিনের আলোতেই গৃহবধূর হাত-পা বেঁধে সর্বস্ব লুঠ করে চম্পট দিল দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের সোহারই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, রায়গঞ্জের সোহারই এলাকার বাসিন্দা কসবার চতুর্থ আরক্ষা বাহিনীর এ এস আই অনিল চন্দ্র দাস কর্মসূত্রে দার্জিলিঙ গিয়েছেন। এদিন বাড়িতে একাই ছিলেন ওই পুলিশ কর্মীর স্ত্রী। বিকেল ৪ টা নাগাদ বাড়ি ফাঁকা ভেবে দুই দুষ্কৃতী ঘরে ঢুকতেই ওই গৃহবধূকে দেখতে পায়। এরপরেই তাঁর হাত-পা বেঁধে আলমারি ভেঙে সর্বস্ব লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতীরা।

ওই পুলিশ কর্মীর স্ত্রী জানিয়েছেন, তাঁর ছেলে কিছু কাজে বাড়ির বাইরে ছিলেন। তিনি বাড়িতে একাই ছিলেন। জানাল বন্ধ দেখে ওই দুষ্কৃতীরা বাড়িতে কেউ নেই বলে মনে করেছিল। ঘরে ঢূকে আমাকে দেখতেই হাত-পা বেঁধে লুঠ চালায়। প্রায় তিন লক্ষ টাকা নগদ ও সোনার অলঙ্কার চুরি গিয়েছে বলে জানা গেছে।

এদিকে খবর পেয়েই রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় ঘটনাস্থলে। পার্শ্ববর্তী একটি হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মোটর বাইক নিয়ে ওই দুষ্কৃতীরা এসেছিল বলে জানা গেছে। এই ঘটনার পর এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Related News

Back to top button