Archiveরায়গঞ্জ

আবারও মামলা শঙ্কর চক্রবর্তীর বিরুদ্ধে

NBlive রায়গঞ্জঃ আবারও মামলা বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তীর বিরুদ্ধে। এবার গত ২৯ আগস্ট বিজেপির নেতা-কর্মীদের বিরুদ্ধে তৃণমূলের হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জে অনুমতি ছাড়া বিজেপির বিক্ষোভ মিছিল ও মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করার সময় পুলিশ বাধা দিলে পুলিশকে ধাক্কাধাক্কি করার অভিযোগে শঙ্কর বাবুর বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। রায়গঞ্জ থানা সূত্রে জানা গেছে, শঙ্কর বাবুর বিরুদ্ধে ১৪৩,২৮৬,৩৫৩ ধারায় মামলা রুজু করেছে। এই মামলায় শঙ্কর বাবুকে শনিবার ফের হাজির করানোর নির্দেশ দিয়েছে। ফলে জামিন পেয়েও এদিন শঙ্কর বাবু বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ছাড়া পাননি।

পুলিশের বিরুদ্ধে উস্কানি মূলক মন্তব্য করার অভিযোগে এর আগেই ইসলামপুর মহকুমা আদালত জামিন মঞ্জুর করেছিল শঙ্কর চক্রবর্তীর। কিন্তু ২১ সেপ্টেম্বরের জেলা বনধের দিন জাতীয় সড়ক অবরোধ ও সরকারি সম্পত্তি নষ্ট করার অপর একটি মামলায় শঙ্কর বাবুকে ১৪ দিনের জেলা হেফাজতের নির্দেশ দেয় রায়গঞ্জ আদালত। এরপর বৃহস্পতিবার ফের শঙ্কর বাবুর আইনজীবী তাঁর জামিনের আবেদন করেন রায়গঞ্জ আদালতে। শারীরিক অসুস্থতার কারণে তাঁর শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর করেন বিচারক। ফলে জামিন পাওয়ার পরেও স্বস্তি ফিরল না শঙ্কর বাবুর। নতুন মামলায় শনিবার ফের তাঁকে আদালতে তোলা হবে।

Related News

Back to top button