Archiveরায়গঞ্জ

আলোর উৎসবে পথ পশুদের সুরক্ষার্থে সচেতনতা মিছিল রায়গঞ্জে

 

Nblive অপরাজিতা জোয়ারদারঃ দীপাবলির রাতে সারমেয়, বিড়াল বা বিভিন্ন পশুপাখি বাজি, পটকা বা শব্দবাজির জেরে আতঙ্কিত হয়ে পড়ে। দীপাবলির আনন্দে মাততে অজান্তেই এই প্রাণীদের কথা একেবারেই ভুলে যায় সকলে। এবারে শহরবাসীকে এই বিষয়ে সচেতন করতে পশুপ্রেমী সংস্থা রায়গঞ্জ পিপলস ফর অ্যানিমেলের উদ্যোগে সারমেয়দের নিয়ে আয়োজিত হল র‍্যালি। রবিবার বিকেলে শহরের ঘড়িমোড় থেকে শুরু হয় এই র‍্যালিটি।

 

 

 

এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস, চিকিৎসক ডি এন মজুমদার, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী, রায়গঞ্জ পিপলস ফর অ্যানিমেল সংস্থার সভাপতি ভীম নারায়ণ মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন ভীম নারায়ণ মিত্র জানান, দীপাবলিতে শহরবাসী আনন্দে মেতে উঠবে, তবে সারমেয় সহ বিভিন্ন অবলা পশুপাখিদের যেন এই উৎসবে ফাটানো বাজিতে কোনো ক্ষতি না হয় তার জন্য সচেতন হতে হবে সকলকে।

 

 

Related News

Back to top button