একগুচ্ছ নতুন নিয়ম লাগু করা হল ভারতীয় রেলে, একনজরে দেখে নিন কি সেই নিয়মগুলি

ওয়েব ডেস্কঃ  আজ থেকে ভারতীয় রেলে লাগু করা হল একগুচ্ছ নতুন নিয়ম। যাত্রীদের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে ট্রেনের টিকিট বুকিং এর সময়, বুকিং করার নিয়মে বেশ কিছু বদল নিয়ে আসা হল।

এক নজরে দেখে নিন থেকে ভারতীয় রেলে লাগু হওয়া নতুন নিয়মকানুনগুলিঃ

 ১। রাজধানী এবং শতাব্দী এক্সপ্রেসের কামরার সংখ্যা বাড়ল।

২। রাজধানী এবং শতাব্দী এক্সপ্রেসের ক্ষেত্রে মোবাইল টিকিটও বৈধ হবে।

৩। সংবিধান স্বীকৃত সবকটি ভাষায় টিকিট বুকিং করা হবে।

৪। তৎকাল টিকিট ক্যানসেলে যাত্রীদের পঞ্চাশ শতাংশ টাকা ফেরৎ দেওয়া হবে।

৫। তৎকাল টিকিট বুকিং এর সময় পরিবর্তন করা হয়েছে। স্লিপার কোচের সময় বদলে করা হল ১১টা থেকে ১২ টা। এসি কোচের সময় বদলে করা হয়েছে ১০টা থেকে ১১টা।

৬। সুবিধা ট্রেনে RAC  যাত্রীদের জন্য অ্যাকোমোডেশন এর বন্দোবস্ত থাকছে। ওয়েটিং লিস্টের যাত্রীদের টিকিট দেওয়া হবেনা।

৭। সুবিধা ট্রেনের টিকিট ক্যানসেলের ক্ষেত্রে ৫০শতাংশ টাকা ফেরৎ দেওয়া হবে।

৮। স্লিপার ক্লাসের ক্ষেত্রে ৬০ টাকা, এসি থ্রী টায়ার ও ইকোনমি ক্লাসের ক্ষেত্রে ৯০টাকা, এসি টু-টায়ার ও ফার্স্ট ক্লাস টিকিটের ক্ষেত্রে ১০০ টাকা টিকিট ক্যানসেলেশন চার্জ লাগবে।

 

Exit mobile version