Archiveবেঙ্গল লাইভ Special

এবার আর প্লাস্টিক নয়, কাগজের পেন দিয়ে লিখুন কাগজে

ওয়েব ডেস্ক: ব্যবহৃত বা উদ্বৃত্ত কাগজ দিয়ে পেন বানিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিল কেরলের পরিবেশকর্মী লক্ষ্মী মেনন।

IMG-20160712-WA0018
সারা বিশ্বে প্লাস্টিক দূষনের অনেকটাই ঘটে প্লাস্টিকের কলম ও রিফিলের জন্য। প্রতি বছর প্রায় ৩০০০ মেট্রিক টনের বেশী প্লাস্টিক পরিবেশে মেশে ব্যবহৃত পেন ও রিফিল থেকে।
লক্ষ্মী মেনন, ব্যবহৃত কাগজ বা ছাপাখানার ছেঁটে ফেলা কাগজ কে নিজস্ব পদ্ধতিতে রোল করে পেনের আকার দিয়ে তাতে ভরেছেন জৈব কালি। আর পেছনের দিকটা সিল করেছেন অগস্ত্য বা হামিংবার্ড গাছের বীজ দিয়ে।
একবার মাত্র ব্যবহার করা যায় এরকম পেনটির কালি শেষ হলে মাটিতে ফেলে দিন। আপনার ব্যবহৃত কলম এবার পরিবেশের উপকার করবে। পচনশীল কাগজ কিছু দিনের মধ্যেই মাটিতে মিশে যাবে। আর পেন-এ ব্যবহৃত বীজটি থেকে গজাবে গাছ। কিছুটা হলেও রক্ষা পাবে আমাদের পরিবেশ। এবার কবি সুকান্ত’র সৃষ্টি হয়ত সত্যিকারের রূপ পাবে। দূষনের মাত্রা কমে সুজলা শ্যামলা পৃথিবী আক্ষরিক অর্থেই বাসযোগ্য হয়ে উঠবে শিশুর কাছে।

IMG-20160712-WA0019

Related News

Back to top button