Archiveপোর্টজিন

কনে দেখার আলো – সুদেষ্ণা মৈত্র

Nblive পোর্টজিনঃ
যাতায়াতে রোজ রোজ গোধূলির সাথে কথা হয়/
ওর নামে ফুল রেখে দিই/
ওর নামে খামবন্ধ চিঠি/
অন্ধ হতে শিখি আরো ওর গায়ে মিশে/
ও আমায় নিয়ে যায় গাছঢাকা ছায়ার পুকুরে/
খয়রি মাথার কেউ ডুবে ডুবে জল খায়-
আলোর শরীরে ঝুঁকে/
গোধূলি গোধূলি ওগো কনে কে দেখিয়ে দেয়/
সুন্দর হতে কোনো লাল টিপে মাখামাখি নেই/
ওইতো নাচছে দুই চন্দন আর চন্দনা/
খাম খোলা চিঠি শুধু গোধূলিকে পড়িয়ে এসেছি•••

Related News

Back to top button