Archiveপোর্টজিন

কবিতাগুচ্ছঃ অঞ্জন রক্ষিত

Portzine কবিতাগুচ্ছঃ

অঞ্জন রক্ষিত

 

উত্তরপদ

সেদিন সারারাত সারাক্ষণ চাঁদের আলো ঝরে পরার পর
আমার উঠোন ভরে উঠেছে পাইন দেবদারু গাছে,
এক আঁজলা জল তুলে ধুয়ে দিয়েছিলাম হলুদ আলো
আজও দক্ষিণ পাঁজরে ব্যথা বয়ে বেরায় মাংসাশী কুকুর
—–নৌবহর সাজানো হয়েছিল কুয়াশাপুঞ্জে
বুঝে নিতে চেয়েছিলাম সামনাসামনি সব উত্তর ;
শূণ্যভরা শহরে সেদিন অট্টহাস্য ছিঁড়ে ফেলেছিল কার্তুজের খোল,
নিষেধ-কলমের কালি ধেয়ে এসেছিল সাদাপাতার গা বেয়ে
নাভিকুণ্ড-বুক-চিবুক- চোখ-মুখে,
যদি দিত পারত কেউ একথালা সাদা ভাত,একগ্লাস জল,
পথে ছোটানো হত না সামগান,খই,ইষ্টজপ…
বুক এঁকে দিতাম  সাধনমন্ত্র,দশমিদ্যুতি….সংযোগ সংগঠন I

 

সমর্পণ

বেহায়া শীতের মতো রাতগুলোও নগ্ন করে
ছিনিয়ে নিয়েছিল দিনের আলোর মতো তিলেতিলে
জমানো ভালোবাসা,
আলতোস্পর্শী উপশমী দোসর;
জুবুথুবু,অসহায় সব অনুভূতিগুলি ঠুকরে ঠুকরে কেঁদে ওঠে বারবার
তুমি যদি একবার দেখে যেতে আমার
হাড়জিরজিরে আবদারেরা কত প্রশ্নে বারবার
হোঁচট খেতে খেতে পরে যায় ;
ঝোলস্যুপের ধোঁয়ার মত পরিষ্কার যদি ভুলগুলি হত
আমার হতাশা হয়তো বা চিনে নিত কোন নির্গমনপথ ;
তোমার আলতাপাগুলোতে পরিয়ে  দিতাম
আমার বিফলিত অনুরণন অনুপম পথে
কোনদিন হয়ত বা বেজে বেজে উঠে বলে যেত
কেউ যেন পরে আছে পায়ের কাছে,
আদরহীন,ভূষণহীন ;
এবার যদি বেঁচে উঠি কোন বাসন্তী পরশে
প্রার্থনা জানাই প্রাণকরে
দেহী যত বাসনায় দেহেরে কোরো বিলীন
শুধু মনে মনে হাসি কান্নায় আমরা যেন বাঁচি চিরদিন…

 

মিতা আমাকে হত্যা কর

আমার শরীরের ভিতর আবার
মৃত ইউনিয়ন কার্বাইড জেগে ওঠে,
দুঃসহবাস শল্কমোচনের সব মোড়ক ভেঙে
ভেবেছিলাম টানেলের ভিতর দিয়ে
গিয়ে গ্রেনেড ছুঁড়ে আসব ;
আমি তো শুধু সহাবস্থান চেয়েছিলাম মিতা…

ছদ্মবেশী হালুইকার বারে বারে এসে টোকা মারে
মধ্যরাতের দরজায়
এদেশের মাংস বড় সুস্বাদু;
কখনও চোখের পাতা বিনা টিকটিকিরা
ছিঁড়ে ফেলে সদ্যোজাত কোজাগরী পাপড়িদের ;
আমি তো শুধু সহাবস্থান চেয়েছিলাম মিতা…

লক আপ,ঘরকন্না,রেশমী আঁচল
আর বাকিটুকু তো খাটের ওপর স্তুপীকৃত নকসি কাঁথা;
ভাবনার ব্ল্যাকআউট সন্ধেতে পরাজিত সভ্যতার
গেরিগুগলিরা ধরা পড়ে শামুকখোকে বিব্রত চঞ্চুতে;
নদীকে তো বলেছিলাম আমাদের কাগজের নৌকাতে নিয়ে যেতে
আমি তো শুধু সহাবস্থান চেয়েছিলাম মিতা…

 

মিতা আমাকে হত্যা কর ২

সোয়াজিল্যান্ডের গণিকাদের গা থেকে
উড়ে আসা ফুলের মত
সেদিন যখন দেখলাম চাপ চাপ পেস্ট্রি তোমার গালে মাখিয়ে
কেউ উৎসব করেছে
আমি কেমন নিথর হয়েছিলাম তোমার মতোই
এক পৃথিবীর উষ্ণতায় দুঃখ ভোলাতে চাইনি
চেয়েছিলাম ভাগ করে নিতে ;
চেয়েছিলাম যুদ্ধের পরে সাজিয়ে দেব আবার
তোমার ঘর,কনগ্লোমারেট টু বিএইচকে;
আলমারির লাল শাড়ীগুলো অভিমানী হয়েছে
কিছু কবিতা হতে হতে বেঁচে যাওয়া লাইনের মতোই
আমি আর লিখব না মিতা
আমি তো শুধু চেয়েছিলাম সংবেদন ছাপতে….

Related News

Back to top button