Archiveইসলামপুর

গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে তৃণমূল- নির্দল সংঘর্ষ ইসলামপুরে, মৃত এক

 

NBlive ইসলামপুরঃ গ্রামপঞ্চায়েত প্রধান নির্বাচনকে ঘিরে তৃণমূল কংগ্রেস ও নির্দল সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, বোমাবাজি। সংঘর্ষে আহত দুপক্ষের প্রায় দশজন। ঘটনায় মৃত এক। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম লাল মহম্মদ। মৃত ব্যক্তি নির্দল সমর্থক বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার পন্ডিতপোঁতা ১ নম্বর গ্রামপঞ্চায়েত অফিস চত্বরে। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ইসলামপুর থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছেছে। এদিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ায় পঞ্চায়েত বোর্ড গঠন প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে ইসলামপুর ব্লক প্রশাসন।

ইসলামপুর ব্লকের ১ নম্বর পন্ডিতপোঁতা গ্রামপঞ্চায়েতে এদিন ছিল বোর্ড গঠনের দিন। এই পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস ৬ টি আসন ও নির্দলেরা ৫ টি আসনে জয়লাভ করে। নির্দল জয়ী সদস্যরা তৃণেমূলে যোগ দিলেও প্রধান কে হবেন এই নিয়ে লাগাতার দ্বন্দ চলছিল। আজ বোর্ড গঠনের দিন প্রধান নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেস ও নির্দল সদস্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায়। অভিযোগ একে অপরের বিরুদ্ধে বোমাবাজি ও ইট, পাথর গুলি ছোঁড়ে। সংঘর্ষে দুপক্ষের কমপক্ষে দশজন আহত হন। এলাকায় উত্তেজনা থাকায় নামানো হয়েছে র‍্যাফসহ বিশাল পুলিশবাহিনী।পুলিশ এখনো পর্যন্ত ৬ জনকে আটক করেছে।

Related News

Back to top button