Archiveইসলামপুররায়গঞ্জ

চোপড়ায় দুষ্কৃতী হামলা উপপ্রধানের উপর, অল্পের জন্য প্রাণরক্ষা

 

NBlive চোপড়াঃ দুষ্কৃতী হামলায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন চোপড়া ব্লকের হপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সাকির আহমেদ। তাঁর উপর বোম ও গুলি ছুড়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। রবিবার রাত ৯ টা নাগাদ ঘটনাটি ঘটেছে হপতিয়াগছ গ্রামে সাকিরের বাড়ির সামনেই। এই ঘটনার পর চোপড়া থানায় ১৩ জন দুষ্কৃতীর নামে খুনের চেষ্টার অভিযোগ এনে এফআইআর দায়ের করেছেন সাকির। যদিও পুলিশ অভিযুক্তদের কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি।
সাকির জানিয়েছেন, রবিবার রাত ৯ টা নাগাদ তিনি একটি ছোট গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে এসে গাড়িটি দাঁড়াতেই তাঁর গাড়ি লক্ষ্য করে বোম ছোড়ে দুষ্কৃতীরা। অবস্থা বেগতিক দেখে তিনি কোনক্রমে গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়িতে ঢুকে পড়েন। সেই সময় তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিও ছোড়ে দুষ্কৃতীরা। বরাতজোরে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। কিন্তু ওই দুষ্কৃতীরা কেন তাঁর উপরে হামলা চালালো তা স্পষ্ট নয় সাকিরের কাছে। হামলার কারণ প্রসঙ্গে তিনি বলেন, রবিবার সকালে জমি নিয়ে একটি গোলমাল হয় তাঁর দাদার সঙ্গে স্থানীয় কিছু মানুষের। তাদের হামলায় গুরুতর জখম হয়ে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন তাঁর দাদা রিজওয়ান আহমেদ। সেই ঘটনার জেরেই তার উপর হামলা হয়ে থাকতে পারে বলে সন্দেহ সাকিরের। এলাকায় বেআইনি বালি কারবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সোচ্চার রয়েছেন হপতিয়াগছের উপ-প্রধান সাকির আহমেদ। তার জেরেও হামলা হয়ে থাকতে পারে বলে মনে করছেন সাকির।

লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

 

Related News

Back to top button