Archive

জঙ্গল থেকে গাছ চুরি আটকাতে সচেষ্ট হবে বন দফতর

ওয়েব ডেস্কঃ জঙ্গল বাঁচাতে এবার কঠোর হচ্ছেন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ  বর্মণ। নিত্যদিন গাছ চুরি বেড়েই যাচ্ছে তাই এবার গোটা জঙ্গল জুড়ে গাছ লাগানো হবে।  জঙ্গলের পাশাপাশি বন্যপ্রাণীদেরও রক্ষা করতে হবে। তাই শুধু গাছ লাগালেই হবে না তা রক্ষা করার দায়িত্ব রয়েছে আধিকারিকদের তা নিয়েই বৈঠক হয়েছে সুকনাতে বলে জানান মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ। এছাড়াও তিনি বলেন,নেপাল সীমান্তে মেচি নদীর ধারে যে তারের ফেন্সিং দেওয়া হয়েছে তা খুলে নেওয়ার জন্য প্রতিবেশী দেশ নেপালকে বলা হবে। তার জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলা হবে। কারণ বন্যপ্রাণীদের করিডর কোনও ভাবেই বন্ধ করা যাবেনা। প্রতিবেশী দেশ নেপাল যা করেছে তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে তাদের সঙ্গে কথা বলা হবে বলে জানান বনমন্ত্রী।

Related News

Back to top button