জট কাটল না আজও, বৈঠকে ফের সিবিআই তদন্তের দাবী নিয়ে অনড় হত পরিবার

 

 

NBlive ইসলামপুরঃ একের পর এক বৈঠক করেও ইসলামপুরের দাড়িভিট উচ্চ বিদ্যালয় চালু করার জট খুলতে ব্যার্থ প্রশাসন। দাড়িভিট কান্ডে মৃত দুই ছাত্রের পরিবার ঘটনার সিবিআই তদন্তের দাবীতে অনড় থাকায় জট ক্রমশই বেড়ে চলেছে। রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশে শনিবার মৃত দুই ছাত্রের পরিবারের সাথে দেখা করে স্কুল চালু করার ব্যাপারে কথা বলতে তাদের বাড়িতে যান ইসলামপুরের মহকুমাশাসক, বিডিও শতদল দত্ত, দাড়িভিট বিদ্যালয়ের প্রশাসক। কিন্তু ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুল খুলতে দেওয়া হবেনা বলে পরিষ্কারভাবে জানিয়ে দেন মৃত ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকারের পরিবারের লোকেরা। ফলে এদিনও ভেস্তে যায় বৈঠক। ফিরে চলে যান প্রশাসনিক কর্তারা।

 

 

 

আগামী ১০ নভেম্বর দাড়িভিট উচ্চ বিদ্যালয় খুলতেই হবে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এই নির্দেশ পেয়েই এদিন দাড়িভিট কান্ডে মৃত দুই ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকারের বাড়িতে আসেন ইসলামপুর মহকুমাশাসক মনীশ মিশ্র, ইসলামপুর বিডিও শতদল দত্ত ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। কিন্তু রুদ্ধদ্বার বৈঠক করেও দাড়িভিট স্কুল চালু করার বিষয়ে কোনও সুরাহা হয়নি বলে জানা গেছে। ছাত্র মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবী এবং ধৃত আটজন গ্রামবাসীকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবীতে অনড় থাকেন মৃত দুই ছাত্রের পরিবার। ফলে আজও রিক্ত হাতে ফিরে আসতে হয় জেলা প্রশাসনকে। ইসলামপুর মহকুমাশাসক মনীশ মিশ্র জানিয়েছেন, ওই দুই পরিবারের দাবী উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠাবেন তিনি। তবে আগামী ১০ তারীখে স্কুল খোলা হবে কিনা তা নিয়ে ধোঁয়াশাই থেকে গেল।

Exit mobile version