জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে উদ্যোগী পুলিশ

ওয়েব ডেস্ক : ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে উদ্যোগী হল উত্তর দিনাজপুর পুলিশ। ডালখোলা থেকে ইটাহারের চেকপোস্ট পর্যন্ত জাতীয় সড়কের  বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সতর্কীকরণ চিহ্ন ও প্রতীক বসানোর কাজ শুরু করা হয়েছে। পুলিশের পরামর্শ অনুসারে জাতীয় সড়ক কর্তৃপক্ষ তাদের বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থা এইচসিসি-র মাধ্যমে এই সতর্কীকরণ চিহ্ন বসানোর কাজ করাচ্ছে। দিন কয়েক আগে উত্তর দিনাজপুরের পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর সংশ্লিষ্ট এলাকার সমস্ত থানার ওসি, আইসি এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও এইচসিসি-র প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করেন। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, ইটাহারের চেকপোষ্ট থেকে রায়গঞ্জ পর্যন্ত  প্রায় ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলার কারণে একাধিক জায়গায় জাতীয় সড়ক বিপজ্জনক হয়ে পড়েছে। ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। এছাড়াও একাধিক স্থানে রাস্তার বেহাল অবস্থার কারণে দুর্ঘটনা ঘটছে ও সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতেই বিভিন্ন সতর্কীকরণ চিহ্নের মাধ্যমে গাড়ি চালক ও পথচারীদের সচেতন ও সতর্ক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে পথচারীদের নিরাপদে জাতীয় সড়ক পারাপার করানোর জন্য জেব্রা ক্রসিং দিয়ে চিহ্নিত করা হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

Exit mobile version