Archive

জেলা সভাপতির পদ ফিরে পেলেন গৌতম

ওয়েব ডেস্কঃ  রাজ্য জুড়ে যখন তৃণমূলের দাপট। তার ঠিক উল্টো ছবি শিলিগুড়িতে। একের পর এক নির্বাচনে তৃণমূলকে পরাস্ত করে বামেরা তা প্রমাণ করে দিয়েছে। শিলিগুড়িতে কার্যত মুখ থুবড়ে পড়েছে তৃণমূল।  তাই দলকে চাঙ্গা করতে ফের একবার গৌতম দেবকে জেলা সভাপতি করা হল। যদিও এর আগে গৌতম দেব সভাপতি থাকাকালীন পুরনিগমের দখল নেয় বামেরা। পরবর্তীতে মহকুমা পরিষদ দখল করে। তৎখনাত তাকে সরিয়ে বিধানসভাতে ভালো ফলের আশায় রঞ্জন সরকারকে জেলা সভাপতি করা হয়। কিন্তু এরপর ফিরে আসার লড়াই এর তুলনায় গোষ্ঠীদন্দ্ব বেশী করে প্রকাশ পেতে শুরু করে। এমতাবস্থায়  দলের সভাপতি এমন পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি ব্যার্থ হন। তবুও বিধানসভা নির্বাচন থাকায় কোনও রদবদল না করে রঞ্জনের ওপর ভরসা রাখে দল। কিন্তু এই নির্বাচনেও দলের তারকা প্রার্থী বাইচুং ভুটিয়াকে অশোক ভট্টাচার্যের কাছে হারতে হয়। শুধু তাই নয় বাইচুং ঘনিষ্ঠ মহলে বলেছিল যে দলের সভাপতি তাকে সহযোগীতা করছেনা। এই খবর তিনি মুখ্যমন্ত্রীকেও দেন। এরপর নতুন সরকার গঠন করে স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছিলেন যে শিলিগুড়ির ফল নিয়ে পর্যালোচনা হবে প্রয়োজনে সেখানে নতুন কমিটি করা হবে।সেইমতোই বৃহস্পতিবার তিনি উত্তরকন্যার গেষ্ট হাউসে অরুপ বিশ্বাস সহ দলের জেলার সদস্যদের নিয়ে বৈঠক করে ফের গৌতম দেবকে সভাপতি করেন আর বাইচুং ভুটিয়াকে কার্যকরী সভাপতি করেন। এদিন মন্ত্রী অরুপ বিশ্বাস সাংবাদিকদের একথা জানান। তবে গৌতমকে ফিরিয়ে এনেও শিলিগুড়িতে তৃণমূল কতটা মজবুত হয় তা সময় বলবে।কিন্তু এবার দিদি যে বেশ কঠোর হয়ে দলে নিজের শাসন জারি রাখবেন তা পরিষ্কার। স্বভাবতই নিজের পুরনো জায়গা ফিরে পেয়ে খুশী গৌতম দেব। বললেন,সংগঠনকে শক্তিশালী করাই প্রথম লক্ষ্য।আর মানুষের কাছে পৌছাতে হবে।

Related News

Back to top button