Archiveইসলামপুররায়গঞ্জ

দাড়িভিট কান্ড নিয়ে সিবিআই তদন্ত হবেই, দাবী বিজেপি নেতার

NBlive রায়গঞ্জঃ ” এ রাজ্যে জঙ্গলরাজ চলছে, শাসকদল তৃণমূল যা বলবে পুলিশ প্রশাসন তাই করছে। রাজ্য প্রশাসনের তদন্তের উপর পশ্চিমবঙ্গের মানুষের ভরসা নেই। তাই দাড়িভিটে ছাত্র মৃত্যুর ঘটনার সিবিআই তদন্ত হবে “। বৃহস্পতিবার ইসলামপুরের দাড়িভিট গ্রামে মৃত ছাত্রদের পরিবারের সাথে দেখা করতে এসে এমনই মন্তব্য করলেন দিল্লি থেকে আসা বিজেপির সর্বভারতীয় যুব মোর্চার সম্পাদক সৌরভ শিকদার। বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভানেত্রী পুনম মহাজনের নির্দেশে দাড়িভিটে গুলিবিদ্ধ হয়ে মৃত দুই ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের পরিবারের সাথে আজ দেখা করতে আসেন বিজেপির সর্বভারতীয় যুব মোর্চার এক প্রতিনিধিদল। প্রতিনিধি দলে ছিলেন যুব মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৌরভ শিকদার, সর্বভারতীয় সহ সভাপতি ইজাজ হুসেন, রাজ্য যুব মোর্চার সম্পাদক মিঠু দাস এবং তাপস ঘোষ।

 

 

এদিকে রায়গঞ্জে বিজেপির রিলে অনশন মঞ্চ থেকে রাজ্য সরকারকে কড়া আক্রমন করেন বিজেপি নেতা সায়ন্তন বসু। দাড়িভিটের ছাত্র হত্যার ঘটনার বিষয়ে মানবাধিকার কমিশন কড়া পদক্ষেপ নিতে চলেছে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য শীর্ষনেতা সায়ন্তন বসু। তিনি বলেন, আগামীকাল ডিআইজির নেতৃত্বে একটি দল দাড়িভিটে তদন্তে আসবেন। দাড়িভিটের ঘটনার সিবিআই তদন্ত হবেই। খুব শীঘ্রই সিবিআই তদন্তের ঘোষণা হবে।

উল্লেখ্য, দাড়িভিটে দুই ছাত্রের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবী এবং জেলার বিজেপি নেতা কর্মীদের উপর পুলিশি হয়রানির প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলা বিজেপির রায়গঞ্জে চলা অনির্দিষ্টকালের রিলে অনশন আজ সপ্তম দিনে পড়ল। এদিন এই রিলে অনশন আন্দোলনে যোগ দিতে আসেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। জেলা বিজেপি সূত্রে খবর, আগামীতে এই রিলে অনশন মঞ্চে যোগ দিতে রায়গঞ্জে আসবেন লকেট চট্টোপাধ্যায়ও।

Related News

Back to top button