Archiveরায়গঞ্জ

দীপার খাসতালুকে কানাইয়া, শিশুদের সাহচর্যে দেবশ্রী, সেলিমরা

 

 

NBlive রায়গঞ্জঃ নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই প্রচারে ঝড় তুলছেন বাম,কংগ্রেস,তৃণমূল ও বিজেপির প্রার্থীরা। রবিবাসরীয় প্রচারে এদিন প্রায় সকল প্রার্থীই জোড় দিলেন রায়গঞ্জ শহরে। শিশুদের সাহচর্যে প্রচার সারলেন বিজেপি, কংগ্রেস ও বাম প্রার্থীরা। এদিকে প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির স্ত্রী দীপা দাসমুন্সির খাসতালুক কালিয়াগঞ্জে দিনভর প্রচার করলেন তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। এদিনই রায়গঞ্জ শহরে রুট মার্চ করতে দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীকেও।

কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ রায়গঞ্জে

 

 

রবিবার সকালে রায়গঞ্জ শহরের নেতাজিপল্লী এলাকা থেকে পদযাত্রা করে প্রচার শুরু করেন বাম প্রার্থী মহম্মদ সেলিম। শহরের একাধিক পাড়ায় পায়ে হেঁটে প্রচার সারেন তিনি। শিশুদের সাথে মিশতে দেখা যায় তাঁকে। এদিকে রায়গঞ্জের কমলাবাড়ি এলাকায় প্রচারে বেড়িয়েছিলেন কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সি। জনসংযোগের পাশাপাশি শিশুদের সাথে হাত মিলিয়ে চকোলেট বিতরণ করেন দীপা দেবী। প্রায় একই চিত্র উঠে আসে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর প্রচারেও। বয়স্কদের প্রনাম, শিশুদের কোলে তুলে রবিবাসরীয় প্রচার সারেন তিনি।

 

এদিকে রায়গঞ্জ থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত কালিয়াগঞ্জে দিনভর প্রচার করেন তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। প্রিয় জায়া দীপা দাসমুন্সির খাসতালুকে পৌঁছে রবিবাসরীয় প্রচারে ঝড় তোলেন কানাইয়া বাবু। দফায় দফায় করেন কর্মীসভা। চার হেভিওয়েট প্রার্থীর প্রচারের ফাঁকেই এদিন রায়গঞ্জ শহরে রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী।

 

কালিয়াগঞ্জে প্রচারে ব্যস্ত কানাইয়ালাল আগরওয়াল

Related News

Back to top button