দুই এভারেস্ট জয়ীকে নিয়ে উচ্ছাস পাহাড়ে

ওয়েব ডেস্কঃ এভারেস্ট জয়ী দার্জিলিং এর দুই ছাত্রী ত্রিশলা গুরুঙ ও সুলক্ষনা গুরুঙ আজ বাড়ি  ফিরতেই উচ্ছাসে ভাসল শৈলশহর দার্জিলিং।   লাসা গ্রামের বাসিন্দা ত্রিশলা দার্জিলিং সাউথফিল্ড কলেজের ভূগোল অনার্সের ছাত্রী। সুলক্ষণা থাকেন কাছারি রোডে। ঘুম কলেজে কলা বিভাগে পড়েন তিনি। এন সি সি টিমের তরফে এবারের অভিযানে দুজনেই সফল এভারেস্ট অভিযান করেছেন। সেই খবর পেয়ে গত কদিন ধরেই আনন্দে মজেছিল পাহারের রাণী। আজ দিল্লী হয়ে বিমানে বাগডোগরায় এসে পৌছান দুই কন্যা। তাদের স্বাগত জানাতে হাজির ছিলেন দুই বীরাঙ্গনার পরিবার ও শুভাকাঙ্খীরা। বিমানবন্দরের বাইরে ফুল, মালা নিয়ে হাজির হন বহু মানুষ। ত্রিশলা ও সুলক্ষনা বেরিয়ে আসতেই তাদের জড়িয়ে ধরে উচ্ছাসে ফেটে পড়েন বিমান বন্দরের বাইরে অপেক্ষারত সকলে। বাগডোগরা থেকে সড়কপথে একাধীক গাড়ির কনভয় তাদের নিয়ে দার্জিলিং-এর উদ্দেশ্যে রওনা হয়। যাত্রাপথেও বহু এলাকায় কনভয় দাড় করিয়ে এলাকার বাসিন্দারা অভিবাদন জানান দুই কন্যাকে। পাহাড়েও তাদের একাধীক সম্বর্ধনার আয়োজন করা হয়েছে। উচ্ছ্বসিত দুই কলেজের পড়ুয়ারাও। উল্লেখ্য গত মে মাসের ২১তারিখে এভারেস্ট জয় করেন এই দুই কন্যা।

Exit mobile version