Archiveপোর্টজিন

দুটি রাজনৈতিক ছবি: শান্তনু মিশ্র

Nblive পোর্টজিনঃ

দুটি রাজনৈতিক ছবি
শান্তনু মিশ্র

ছবি ১

শহরে কার্নিভাল। মালদা। উপলক্ষ্য বড়দিন। দুপাশে শহর রেখে যে রাস্তাগুলি সোজা সাপ্টা বেড়িয়ে গ্যাছে, কার্নিভালের অজুহাতে সেই রাস্তাগুলিতেই নেমে এসেছে ব্যারিকেড। সুতরাং, হাঁটি হাঁটি পা পা… সান্তাক্লজ.. মধ্যবিত্ত শীত… দুপাশে রাস্তার জিভ থেকে গড়িয়ে নামছে জল।

ঝকঝকে সাজো সাজো হুল্লোড়… রোশনাই… সেল্ফি স্টিক হাতে কমবয়েসি হাসি… ফোটোগ্রাফিক নীল-সাদা আলো। জিন্স স্কার্ট ককটেল বড়দিন চিয়ার্স…

 

ছবি ২

তুলনামূলক কম ঝকঝকে পোশাকের একটি পরিবার… কোনো আদিম ঋতুর শ্বাসকষ্টে যেন ঢুকে পড়েছে ওরা। সন্তানের হাতে ক্যারিব্যাগ। কটা রুটি।

হাঁটি হাঁটি পা পা কার্নিভাল… মেঘের আড়াল থেকে মৃদু রোদ যেভাবে ঠেলে দেয় কার্নিশ, সেভাবেই অনুবাদযোগ্যতা হারিয়ে ফেলেছে ওদের বাড়ি ফেরার পথ।

নিয়মিত এভাবেই হয়তো সন্তানের আঁকড়ে ধরা জীবনবোধ খেয়ে ঘুমিয়ে পড়ে ওরা!

মাথায় হাত রেখেছে মা। পাশে বাবা আর সন্তানের মধ্যমাঙ্গুলি ক্যারিব্যাগের ফাঁক দিয়ে নীল-সাদা আলোর দিকে তাক করা।

ক্যারিব্যাগের ভেতর কটা রুটি…

Related News

Back to top button