দুর্ঘটনার কবলে এসজি-৬২৩

 ওয়েব ডেস্কঃ  দুর্ঘটনার কবলে স্পাইস জেট। সাময়িক ভাবে ব্যহত হয় বিমান চলাচল।  এদিন কলকাতা  বাগডোগরা  বিমান  এসজি-623  রানওয়েতে  স্পর্শ  করতেই  চাকা  ফেটে  বিপত্তি । পাইলটের উপস্থিত  বুদ্ধিতে  বিমান  কে  নিয়ে  যাওয়া  হয়   রানওয়ের ট্যাক্সি  ডেলটা অংশে । নিরাপদ  অবতরণ করানো সম্ভব হয় 180 জন  যাত্রীর ।  চলছে  মেরামতির  কাজ ।  কিছুক্ষন বিমান পরিষেবা ব্যহত হলেও পরে  বিমান  পরিষেবা  স্বাভাবিক  হয়। কলকাতার উদ্দ্যেশে  রাত নয়টায় ফের উড়ান দেবে এসজি-৬২৩ বলে জানান এয়ারপোর্ট ডিরেক্টর রাকেশ সহায়।

Exit mobile version