দুষ্কৃতী তান্ডবের অভিযোগ ইসলামপুরে, চলল গুলি, বিক্ষোভ বিধায়ক ও পুলিশকে ঘিরে

NBlive ইসলামপুরঃ ফের উত্তপ্ত ইসলামপুর। দুষ্কৃতীদের তান্ডবের অভিযোগ শহরের জীবন মোড় এলাকায়। দোকান ভাঙচুর, গুলি ছোঁড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।  ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। পথে নেমে বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয়রা ।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ পৌঁছলে তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখায় উত্তেজিতরা। এদিকে খবর পেয়ে স্থানীয় বিধায়ক ঘটনাস্থলে পৌঁছলে বিধায়কের সামনে ব্যাপক ক্ষোভ উগরে দেন উত্তেজিতরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূলের সভা থেকে ফেরার পথে পঞ্চাশের বেশি দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ওই এলাকায় তান্ডব চালায়। প্রায় পাঁচ রাউন্ড গুলিও ছোঁড়ে দুষ্কৃতীরা। ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ স্থানীয়দের।

 

Exit mobile version