NBlive ওয়েব ডেস্কঃ কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমারের বাংলোয় সিবিআই আধিকারিকদের হানার ঘটনায় কেন্দ্রকে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক প্রতিহিংসার কথা বলে ধর্ণায় বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশ কমিশনারের বাড়ির সামনে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্রীয় হস্তক্ষেপ৷ সংবিধান বাঁচানোর জন্যই মেট্রো চ্যানেলে ধর্ণায় বসতে চলেছেন তিনি।
এদিন সিবিআই এর একটি দল কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে যান চিটফান্ড তদন্তের জন্য। জানা গেছে, সিবিআইয়ের কাছে সঠিক কাগজপত্র না থাকার কারণে সিপির বাড়িতে ঢুকতে বাধা দেন পুলিশ কর্মীরা। এরপর রীতিমতন ধস্তাধস্তি শুরু হয় পুলিশ ও সিবিআই কর্তাদের মধ্যে। এদিকে পরিস্থিতি জটিল হলে সিপির বাড়িতেই জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। এরপর বৈঠক সেরে বেরিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে সংবিধান রক্ষার কথা জানিয়ে ধর্ণায় বসার কথা জানান তিনি।