Archiveবিনোদন

নখ সজ্জার নতুন ট্রেন্ড: স্নেক স্কিন ম্যানিকিওর

Nblive ওয়েব ডেস্ক: যেদিন আদিম মানুষ প্রথম গায়ে বল্কল চরিয়েছিল, সেই দিন থেকেই শুরু হয়েছিল ফ্যাশান। তারপর কালে কালে কেটে গেছে কয়েক কোটী বছর। সভ্য মানুষের পোষাক হয়েছে প্রায় আদিমদের মতোই।
জামা কাপড়ের পাশাপাশি চুল, দাড়ি, গোঁফ নখের সজ্জাতেও এসেছে নতুন বাহার।
নখের নবতম সজ্জা রীতি কি হয়েছে যানেন? নেলপলিশ দিয়ে নখকে রাঙানো হচ্ছে সাপের চামড়ার মতো করে। সেলিব্রিটি থেকে আআম জনতা সারা বিশ্বেই মহিলাদের মধ্যে সাড়া জাগিয়েছে নখ সজ্জার এই নতুন ধারা। কলকাতার নামী দামী বিউটি পার্লারে ২০টি নখকে সাপের চামরার রূপ দিতে লাগছে মাত্র ৩০০০ টাকা।

IMG-20160731-WA0024

আসল সাপের খোলসকেই একাজে ব্যাবহার করা হয়। সাপের খোলসের ছাপ তোলা হয় প্যারাফিল্মের সূক্ষ্ম জালের মধ্যে। তারপর সেই ছাপ নখের ওপর বসিয়ে তার ওপর পছন্দ মতো রঙের নেল পলিশ বুলিয়ে নিলেই কেল্লা ফতে। ঢোড়া থেকে কালকেউটে চলে আসবে ফ্যাশান সচেতন মহিলাদের নখের ডগায়।
তা এবার পূজোয় আপনার নখকে কি সাপের রূপ দেবেন ঠিক করে নিন এখনই।

Related News

Back to top button