Archiveইসলামপুর

নিয়োগপত্রের দাবিতে এসডিও অফিসে ধর্না উর্দু ভাষার টেট উত্তীর্ণদের

 

 

NBlive রায়গঞ্জঃ উর্দু টেট পাশ করার পাঁচ বছর পরেও নিয়োগপত্র হাতে না পাওয়ায় মহকুমাশাসকের দপ্তরে ধর্না অবস্থান বিক্ষোভ শুরু করল ১০৫ জন টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। এক ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ ইসলামপুর থানার পুলিশ ধর্না তোলার জন্য বহু চেষ্টা করলেও শিক্ষকতার চাকুরিতে নিয়োগপত্রের দাবিতে ধর্না অবস্থান বিক্ষোভ কর্মসূচীতে অনড় রয়েছেন টেট উত্তীর্ণ যুবক যুবতীরা।

২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় উর্দুভাষী টেট উত্তীর্ণ যুবক যুবতীরা নিয়োগপত্র না পাওয়ায় উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ২০১৭ সালে আদালত রাজ্য সরকারকে তাদের নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেয় বলে সূত্রের খবর। এরপর উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার ১০৫ জন উর্দু টেট উত্তীর্ণ যুবক যুবতী নিয়োগপত্রের জন্য রাজ্য সরকারের কাছে বহুবার দরবার করে। অভিযোগ, রাজ্য সরকার তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে টালবাহানা করে চলেছে। এরই মধ্যে টেট উত্তীর্ণরা রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন। তাতেও কোনও কাজ না হওয়ায় আজ থেকে তারা নিয়োগপত্রের দাবিতে ইসলামপুর মহকুমাশাসকের দপ্তরে লাগাতার ধর্না অবস্থান বিক্ষোভ কর্মসূচী শুরু করলেন। আন্দোলনকারীদের দাবি, রাজ্য শিক্ষাদপ্তর যতদিন না তাদের হাতে নিয়োগপত্র তুলে দেবে ততদিন পর্যন্ত তাদের ধর্না বিক্ষোভ আন্দোলন চলবে।

 

 

 

Related News

Back to top button