পাঁচ কুনকির মিশন বাঁকুড়া শুরু আজ

ওয়েব ডেস্কঃ উত্তরের পাঁচ দামালের দাদাগিরী শুরু হল বাঁকুড়ার জঙ্গলে। সোমবার সকাল থেকেই দলমার দানব দাঁতালদের তাড়াতে অভিযানে নেমেছে উত্তরের পাঁচ কুনকির ব্রিগেড। যদিও দুপুর পর্যন্ত জঙ্গল চসে বেড়ালেও দেখা মেলেনি এলাকায় তান্ডব চালানো দাঁতালদের। এই অভিযানে হাতি বিশেষজ্ঞরা ছাড়াও ঘুম পারানি গুলি নিয়ে বন রক্ষীরাও রয়েছেন। বন দফতর সূত্রে জানা গেছে বাঁকুড়ার জঙ্গল থেকে বেয়াদপ হাতিদের কব্জা করে উত্তরবঙ্গে নিয়ে আসার উদ্দ্যেশ্য রয়েছে। আজ সাময়িক বিশ্রামের পর ফের অভিযান শুরু হওয়ার কথা।

Exit mobile version