ওয়েব ডেস্কঃ ডান্সিং কার, প্রথমেই বলে রাখা ভালো ডান্সিং কারের সাথে প্রথম আলাপ আমির খানের সিনেমা ‘পিকে’ তে। সিনেমা জগতেই জন্ম হয় এই গাড়ির। তাই গাড়িটি নিয়ে মানুষের উন্মাদনাও চরমে। সিনেমা পর্দার বাইরে এমন গাড়ির হদিশ মিলতেই সেই উন্মাদনা যেন বেড়ে গেল কয়েকগুন। ঘটনাটি আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডের। গতরাতে প্রতিদিনের মতই প্যারেড গ্রাউন্ডে আড্ডা চলছিল যুবকদের। আড্ডার ফাকেই তাদের চোখ যায় মাঠের পাশে আলো আঁধারি পরিবেশে দাঁড়িয়ে থাকা একটি সাদা রঙের চারচাকা গাড়ির দিকে। প্রথমে বিষয়টিকে সেই ভাবের গুরুত্ব না দিলেও কিছুক্ষন বাদে গাড়িটির দিকেই চোখ স্থির হয়ে যায় সকলের। গাড়ির ভেতরে হালকা আলো এবং গাড়িটি দুলছে। ঘটনাটি বুঝতে উপস্থিত মানুষের বেশি সময় লাগেনি। মাঠের উল্টো দিকেই আলিপুরদুয়ার থানা থাকায় ডান্সিং কারের খবর পৌঁছে যায় কর্তব্যরত পুলিশ অফিসারদের কানে। ঘিরে ফেলা হয় গাড়িটিকে। এদিকে পুলিশ দেখে ডান্সিং কারটি পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। নিয়ন্ত্রন হারিয়ে পুলিশের গাড়িতেই সজোরে ধাক্কা মারে ওই ডান্সিং কার। গাড়িটি থানায় নিয়ে যেতেই ভেতর থেকে বেড়িয়ে আসে এক কিশোর ও কিশোরী। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর কিশরীকে পুলিশ ছেড়ে দিলেও কিশোরকে নিজেদের হেফাজতেই রেখেছেন আলিপুরদুয়ার থানার পুলিশ। সিনেমায় দেখা দৃশ্য চোখের সামনেই ঘটে যাবে এমনটা যেন ভেবে উঠতেই পারছেন না আলিপুরদুয়ারবাসী। ঘটনায় স্তম্ভিত পুলিশ প্রশাসন সহ প্রত্যক্ষদর্শীরা।
পিকে খ্যাত ডান্সিং কার এবার আলিপুরদুয়ারে, তারপর কি হল সেই ডান্সিং কার কে ঘিরে? জেনে নিন।
