NBlive অপরাজিতা জোয়ারদারঃ প্রতিক্ষার অবসান। প্রকাশ্যে এল দীপবীরের বিবাহের ছবি। বৃহস্পতিবার সন্ধ্যায় দীপবীর নিজেরাই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনেন। বছরের অন্যতম চর্চিত বিবাহ ছিল দীপিকা ও রণবীরের বিবাহ। ইটালির লেক কোমোতে বিবাহ সম্পন্ন হয় এই জুটির। বলিউডের বিখ্যাত জুটি রণবীর সিং ও দীপিকা পাডুকোনের সাউথইন্ডিয়ান স্টাইল ও সিন্ধি রীতি মেনে দুদিনের বিবাহপর্বের অনুষ্ঠান হয়েছে। ডিজাইনার সব্যসাচীর আউটফিটে সেজেছেন নবদম্পতি। বিয়েতে খুব কাছের বন্ধু ও নিকটাত্মীয়রা আমন্ত্রিত হয়েছেন।ইতালী থেকে ফিরে সমস্ত বন্ধু ও পরিবারের বাকি সদস্যদের জন্য মুম্বাইতে ২৮ শে ডিসেম্বর ও দীপিকার হোমটাউন ব্যাঙ্গালুরুতে ২১ ডিসেম্বর দুটি রিসেপশন আয়োজন করা হবে বলে জানা গিয়েছে।