প্রতিক্ষার অবসান, প্রকাশ্যে এলো দীপবীরের বিবাহের ছবি

 

 

 

 

 

NBlive অপরাজিতা জোয়ারদারঃ প্রতিক্ষার অবসান। প্রকাশ্যে এল দীপবীরের বিবাহের ছবি। বৃহস্পতিবার সন্ধ্যায় দীপবীর নিজেরাই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনেন। বছরের অন্যতম চর্চিত বিবাহ ছিল দীপিকা ও রণবীরের বিবাহ। ইটালির লেক কোমোতে বিবাহ সম্পন্ন হয় এই জুটির। বলিউডের বিখ্যাত জুটি রণবীর সিং ও দীপিকা পাডুকোনের সাউথইন্ডিয়ান স্টাইল ও সিন্ধি রীতি মেনে দুদিনের বিবাহপর্বের অনুষ্ঠান হয়েছে। ডিজাইনার সব্যসাচীর আউটফিটে সেজেছেন নবদম্পতি। বিয়েতে খুব কাছের বন্ধু ও নিকটাত্মীয়রা আমন্ত্রিত হয়েছেন।ইতালী থেকে ফিরে সমস্ত বন্ধু ও পরিবারের বাকি সদস্যদের জন্য মুম্বাইতে ২৮ শে ডিসেম্বর ও দীপিকার হোমটাউন ব্যাঙ্গালুরুতে ২১ ডিসেম্বর দুটি রিসেপশন আয়োজন করা হবে বলে জানা গিয়েছে।

 

 

Exit mobile version