Archiveরায়গঞ্জ

প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার রোধে অভিযান রায়গঞ্জ পুরসভার

 

Nblive রায়গঞ্জঃ পূজার আগেই প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার রোধে অভিযানে নেমেছিল রায়গঞ্জ পুরসভা। কিন্তু একসময় প্লাস্টিক মুক্ত ও পরিচ্ছন্ন শহরের জন্য রাজ্য সরকারের তরফে পুরষ্কার প্রাপ্ত রায়গঞ্জ বিগত কিছুদিন থেকে মুখ ঢেকেছে প্লাস্টিকে। চপ-মিষ্টির দোকান থেকে শুরু করে শহরের বাজারঘাটে রমরমা কারবার ছড়িয়েছে প্লাস্টিক ক্যারিব্যাগের। তাই শহরকে ফের প্লাস্টিক মুক্ত করতে অভিযানে নামল রায়গঞ্জ পুরসভা। শুক্রবার পুরপতি সন্দিপ বিশ্বাস কাউন্সিলারদের সাথে নিয়ে শহরের একাধিক বাজার, দোকানে হানা দেয়। এই অভিযানে পুরসভার সঙ্গ দেয় পুলিশ। এদিন রেলস্টেশন লাগোয়া বাজারে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার হওয়ার একাধিক ব্যবসায়ীকে জরিমানা করা হয়। পাশাপাশি বিবিডি মোড় এলাকার দুই ক্যারিব্যাগ বিক্রেতার দোকানেও হানা দেয় পুরপতি সহ অন্যান্যরা।

পুরসভার চেয়ারম্যান সন্দিপ বিশ্বাস জানিয়েছেন, ৫০ মাইক্রনের কম প্ল্যাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করলেই জরিমানা করা হচ্ছে। এই অভিযান লাগাতার চালানো হবে বলে জানিয়েছেন তিনি।

 

 

Related News

Back to top button