NBlive ওয়েব ডেস্কঃ বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রার শুরুতে কোচবিহারে আসছেন না অমিত শাহ। আসছেন না বলে জানা গেছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও। দিল্লিতে বেলা ১টায় সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে অমিত শাহের। সেখানেই না আসার পেছনে কারণ জানাবেন অমিত শাহ বলে জানা গেছে। রথযাত্রা নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশের নির্দেশ সামনে আসার পরেই কোচবিহারে অমিত শাহের আসা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। যদিও বঙ্গ বিজেপি দাবী করে, রথযাত্রা শুরু না হলেও সভা হবে। আর সেখানে উপস্থিত থাকবেন অমিত শাহ।
কিন্তু শুক্রবার সকালে বঙ্গ বিজেপির গলার সুর নরম হতে শুরু করে। সংশয় প্রকাশ করেন খোদ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও এই সব কিছুর মাঝে এদিন বেলা ১টায় দিল্লিতে সাংবাদিক বৈঠক করার কথা ঘোষণা করেন অমিত শাহ। সেখানেই কোচবিহারে না আসার কারণ সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরবেন অমিত শাহ বলে মনে করা হচ্ছে। ফলে কোচবিহারে তাঁর না আসা কার্যত নিশ্চিত। এদিকে রথযাত্রার স্থগিতাদেশের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিজেপি। বেলা ১২.৩০ টায় সেই মামলার শুনানি হবে বলে জানা গেছে। মামলার শুনানির পরেই ক্রমশ বিজেপির রথযাত্রার ভবিষ্যৎ পরিষ্কার হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।