বিমান হানায় মৃত আইএস নেতা বাগদাদি

ওয়েব ডেস্কঃ সিরিয়াতে বিমান হানায় নিহত হলেন ইসলামিক স্টেটস এর নেতা আবু বকর আল-বাগদাদি। আমেরিকার নেতৃত্বে এই বিমান হানা চালানো হয়। ইরানি সংবাদ মাধ্যম সূত্রে এই সংবাদ মিলেছে। আইএস অনুমোদিত  অ্যারাবিক নিউজ এজেন্সি আল-আমাককে উদ্ধৃত করে ইরান সংবাদ মাধ্যম এই সংবাদ জানিয়েছে। জানা গেছে রমজান মাসের পঞ্চম দিনে আইএস এর শক্তঘাটি উত্তর সিরিয়া রাক্কা আমেরিকার নেতৃত্বাধীন যৌথ বাহিনী এই বিমান হানা চালায়। যদিও এই খবরের পরিপ্রেক্ষিতে তাতক্ষনিক ভাবে যৌথবাহিনীর তরফে কোন বিবৃতি পাওয়া যায়নি। অপরদিকে সোমবার ইরাকের এক বৈদ্যুতিন  সংবাদ মাধ্যম আল-সুমারিয়া জানিয়েছে,  ISIS জঙ্গীদের দখলে থাকা মোসুলের ৬৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ঘাটিতে রবিবার আমেরিকার নেতৃত্বাধীন যৌথ বাহিনীর বিমান হানায় বাগদাদি জখম হয়েছেন।

Exit mobile version