Archiveইসলামপুররায়গঞ্জ

রবিবাসরীয় প্রচারে সেলিম, দীপা, কানাইয়া, বিকেলে আসছেন দেবশ্রীও

 

 

NBlive রায়গঞ্জঃ লোকসভা ভোট এগিয়ে আসতেই রাজনৈতিক আঁচে উত্তপ্ত রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। একযোগে জোড় প্রচারে ঝাপিয়েছেন বাম, কংগ্রেস, তৃণমূল বিজেপির প্রার্থীরা। রবিবাসরীয় সকালে এদিন কালিয়াগঞ্জ পুর বাজারে পৌঁছে গেলেন বাম প্রার্থী মহম্মদ সেলিম। ইসলামপুর মহকুমা এলাকার বিভিন্ন গ্রামে কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়েছেন কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সি। রবিবার বিকেল থেকে দলীয় পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে রায়গঞ্জ মহকুমা এলাকায় প্রচারে নামছেন তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। প্রার্থী হয়ে এদিন বিকেলেই জেলায় আসছেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীও। প্রচার শুরু করবেন সেখান থেকেই।

এদিন সকালে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজার, পুর বাজার এলাকায় নির্বাচনী প্রচার শুরু করেন মহম্মদ সেলিম। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সকাল ন’টা নাগাদ কালিয়াগঞ্জ শহরের বাজারগুলিতে পৌঁছান তিনি। ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের সাথে দেখা করে ভোট প্রার্থনা করেন তিনি। সেলিম বলেন, ” দেশে সন্ত্রাসমুক্ত, সাম্প্রদায়িক মুক্ত একটি সরকার চাই, সেই লক্ষ্যেই ভোট প্রচারে নেমেছি। সাধারন মানুষের পাশে ছিলাম, পাশে থাকব। এই অঙ্গীকার নিয়ে আবার ভোটের লড়াই নেমেছি “।

বাম কংগ্রেস জোট নিয়ে বেশকিছুদিন টালবাহান চললেও অবশেষে কংগ্রেসের প্রার্থী হয়ে রায়গঞ্জ লোকসভা আসনে লড়াই করছেন প্রিয়জায়া দীপা দাসমুন্সি। এদিন সকাল থেকেই তিনি প্রচারে নামেন ইসলামপুর মহকুমা এলাকার মাটিকুন্ডা, আগডিমটিখুন্তি সহ বিভিন্ন গ্রামে। দীপা দেবী বলেন, বিগত লোকসভা নির্বাচনে আমার পরিবারের মানুষকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলাম। এবারে প্রতিপক্ষ হিসেবে রয়েছে একসময়ের সহকর্মী। তারসাথে রয়েছে সিপিএম ও বিজেপির মতো শক্তিশালী প্রতিপক্ষ। কোন সময় আমি কাউকে দুর্বল মনে করছি না। সব প্রার্থীই শক্তিশালী।

এদিকে এদিন রায়গঞ্জে আসছেন শুভেন্দু অধিকারী। তাঁকে সাথে নিয়েই হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে নামতে চলেছেন তৃণমূল প্রার্থী কানাওয়ালাল আগরওয়াল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখেই নির্বাচনী প্রচার চালাবেন তিনি।

প্রার্থী ঘোষণা হওয়ার পর আজই জেলায় আসছেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। বিকেল চার’টা নাগাদ রায়গঞ্জের রূপাহার এলাকায় পৌঁছবেন তিনি। সেখানেই দলীয় নেতৃত্ব তাঁকে স্বাগত জানাবেন। প্রচারও শুরু হবে সেখান থেকেই। দাড়িভিটকে সামনে রেখেই রায়গঞ্জে নির্বাচনী প্রচার শুরু করবেন দেবশ্রী দেবী বলে জানিয়েছেন তিনি।

 

 

 

Related News

Back to top button