Archive

রয়্যাল শাবক ইকার মৃত্যু শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে


 

NBlive শিলিগুড়িঃ রয়্যাল শাবক ইকার মৃত্যু। জানা গেছে, এদিন সকালে ইকার মৃতদেহ দেখতে পান সাফারি পার্কের কর্তারা। কী কারণে মৃত্যু হয়েছে ওই শাবকের তা এখনও জানা যায় নি। ময়নাতদন্তের পরেই তা পরিষ্কাত হবে। তবে ইকার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বেঙ্গল সাফারি পার্কের কর্তাদের মধ্যে।

 

 

 

চলতি বছরের মে মাসে বেঙ্গল টাইগার শিলা তিন শাবকের জন্ম দেয় বেঙ্গল সাফারি পার্কে। ওই তিন শাবকের নামকরণের জন্য মুখ্যমন্ত্রীর কাছে ফাইল পাঠানো হয় বনের পক্ষ থেকে। এরপরেই ওই তিন ব্যাঘ্র শাবকের নাম কিকা, রিকা ও ইকা রাখেন মুখ্যমন্ত্রী।

 

 

অনাক্রম্যতা শক্তির অভাবে ভুগছিল ওই রয়্যাল শাবক বলে জানিয়েছেন বেঙ্গল সাফারি পার্কের জীবতাত্ত্বিক আদিত্য মিত্রা। এবং ইকার পায়ে আঘাতও ছিল। সেই কারণেই মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা তাঁর। যদিও তিনি বলেন পুরোটাই পরিষ্কার হবে ময়নাতদন্তের পর। রয়্যাল শাবকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আদিত্য বাবু।

এদিকে এদিন শিলিগুড়ির বাগডোগরার কাছে একটি চিতাবাঘের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক অনুমান, গাড়ির ধাক্কাতেই মৃত্যু হয়ে থাকতে পারে চিতাবাঘটির।

Related News

Back to top button