শহর পরিষ্কারে অত্যাধুনিক মেশিন রায়গঞ্জে

শহর পরিষ্কার রাখতে অত্যাধুনিক দুটি মেশিন এসে পৌছল রায়গঞ্জ পৌরসভায়। স্বচ্ছ ভারত প্রকল্পের অর্থানুকুল্যে এই কমপেক্টর মেশিন দুটি মিলেছে। এক একটির মুল্য ২৫লক্ষ। মেশিন দুটির কার্যকারিতা প্রসঙ্গে পৌরসভার সেনিটেশন ইন্সপেক্টর সুদেব বিশ্বাস জানান এই মেশিনের দ্বারা প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা পৃথক করার পাশাপাশি সংগৃহীত আবর্জনাকে সংকুচিত করে অল্প পরিসরে রাখার ব্যবস্থা করা হবে। পরর্বতীতে সেই জঞ্জালকে সারে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে বলে পৌরসভা সুত্রে জানা গিয়েছে।

Exit mobile version