শিলাবৃষ্টি, তুষারপাতের সম্ভাবনা, কনকনে ঠান্ডা শৈলশহরে

 

 

 

NBlive ওয়েব ডেস্কঃ নভেম্বর মাস থেকেই ক্রমশ তাপমাত্র নিম্নমুখী ছিল শৈলশহর দার্জিলিঙে। আর ডিসেম্বর মাস পড়তেই তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ২ ডিগ্রি সেলসিয়াসে। আর তাতেই জাঁকিয়ে ঠান্ডা দার্জিলিঙে। শুক্রবার দার্জিলিঙের ঘুম, জোড়বাংলো, সুখিয়া, মানেভঞ্জন, চিত্রে, ফালুট সহ একাধিক এলাকায় শিলাবৃষ্টি হয়। আবহাওয়া বিশেষজ্ঞদের ধারণা, তাপমাত্রা যেইভাবে কমছে তাতে এই মরশুমে পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে যথেষ্ট। ২০০৬ সালে দার্জিলিঙ শহরে তুষারপাত হয়েছিল। এরপর ২০১২ সালে টাইগার হিল, ঘুমে তুষারপাত হয়েছিল। এরপর প্রায় ছয় বছর কেটে গেলেও পাহাড়ে তুষারপাতের দেখা মেলেনি। ফলে বিগত ছয় বছর থেকে হতাশ হয়েছে পর্যটকরা। তবে পাহাড়ের বাসিন্দাদের মত, ২০০৬ ও ২০১২ সালের মতই পরিস্থিতি এবছর তৈরি হয়েছে পাহাড়ে। ফলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে প্রবল।

 

 

Exit mobile version