হামসফর সপ্তাহে আয় বাড়ানোর পথে রেল : ডিআরএম

ওয়েব ডেস্ক : সারা দেশের সাথে তাল মিলিয়ে আলিপুরদুয়ারেও চলছে রেলের হামসফর সপ্তাহ পালন। প্রথমদিন থেকেই  হামসফর সপ্তাহ উদযাপন উপলক্ষে রেলের আয় বাড়ানোর পথ বের করতে তৎপর হয়েছেন রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম সঞ্জীব কিশোর। হামসফর সপ্তাহ উদযাপন অনুষ্ঠানকে কাজে লাগিয়েই আয় বাড়ানোর পথ খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ডিআরএম।

রেল পরিষেবা নিয়ে মাঝে মধ্যেই নানান অভিযোগ ওঠে। এবার তার কারণ খোঁজা শুরু করেছে রেল। এদিন সকালেই আলিপুরদুয়ার ডিভিশনের বিভিন্ন স্টেশনে পৌছে যান ডিআরএম। কথা বলেন সাধারণ রেল যাত্রীদের সাথে। সুষ্ঠ রেল পরিষেবার ক্ষেত্রে যাত্রীদের পরামর্শ শোনেন তিনি। এরই মাঝে সকলের সাথে তাল মিলিয়ে সেবা দিবস, সতর্কতা দিবস, সামঞ্জস্য দিবস, সংযোজন দিবস ও সঞ্চার দিবস পালন করা হয়। রেল স্টেশন সাফাই থেকে শুরু করে বৃক্ষ রোপন- সবেতেই হাজির ছিলেন তিনি।

এই প্রসঙ্গে ডিআরএম সঞ্জীব কিশোর বলেন, “শুধু রেল হামসফর সপ্তাহ পালন আমাদের উদ্দেশ্য নয়। যাত্রী পরিষেবা উন্নতি করনের পাশাপাশি, কীভাবে রেলের আয় বাড়ানো যায় সেই দিকেও আমরা নজর দিচ্ছি। নিত্যদিন রেলের মাধ্যমে যাঁরা পণ্য আমদানি ও রপ্তানি করেন তাঁদের সাথে বৈঠকের চেষ্টা চলছে। বৈঠকে তাদের সুবিধা অসুবিধাগুলিকে প্রাধান্য দিয়ে তা সমাধান করার চেষ্টা করব, যাতে রেলের মাধ্যমে পণ্য পরিবহন বাড়ানো যায়। পাশাপাশি রেলেরও আর্থিক লাভ হয়”।

Exit mobile version