শুক্রবার গভির রাতে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর দুই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হওয়ার পর পুলিশ দেরি করে পৌছলে স্থানীয়দের ক্ষোবের মুখে পরে পুলিশ। বচসায় জড়িয়ে পরে দুই পক্ষ। সেই সময়ই করণদিঘী থানার এএসআই ভক্তিপদ ঘোষের সার্ভিস রিভলভার ঘটনাস্থল থেকে খোয়া যায়। জেলার পুলিশ সুপার ঘটনায় ওই পুলিশ অফিসারকে সাসপেন্ড করেছেন।
হারিয়ে গেল সার্ভিস রিভলভার, সাসপেন্ড করা হল এএসআই কে।
