Archiveবিনোদন

১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে সৃজিতের প্রথম হিন্দি ছবি বেগম জান

– অপরাজিতা জোয়ারদার

Nblive ওয়েব ডেস্কঃ  ১৪ এপ্রিল মুক্তি পেতে চলেছে জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বলিউডের প্রথম প্রয়াস  “বেগম জান”।  এই ছবিটি ২০১৫ তে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা “রাজকাহিনী” ( সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত)-র রিমেক। ১৯৪৭ সালে দেশ ভাগের নির্মম কাহিনী অন্য এক পটভূমিতে চিত্রিত হয়েছে এই ছবিতে।

এই ছবির প্রযোজনা করছেন মহেশ ভাট। সম্প্রতি ঝারখন্ডের দুমকা জেলায় শেষ হয়েছে ছবির আউটডোর স্যুটিং। এই ছবিতে বিদ্যা বালানকে অভিনয় করতে দেখা যাবে বেগম জান এর ভূমিকায়। এছাড়াও গোহান খান, ইলা ওরুন, নাসিরুদ্দিন শাহ সহ একঝাঁক অভিনেতা – অভিনেত্রী থাকছে এই ছবিতে। ছবিতে গান তৈরি করেছেন অনু মালিক। ছবিটির নেপথ্যে থাকছে অমিতাভ বচ্চনের কন্ঠ। এর আগে ” সতরঞ্জ কে খিলাড়ি “,  “লাগান” এর মত বিখ্যাত ছবিতে আমরা তার কন্ঠ শুনেছিলাম। “কাহানী” ছবিতে রবীন্দ্র সংগীতও শুনেছি তাঁর কন্ঠে। এবারে রাজকাহিনীর রিমেক বেগম জান ছবির পটভূমি বর্ণনা হবে তাঁর কন্ঠে। ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানান, বেগম জান এর কাহিনী অমিতাভ বচ্চনের কন্ঠ এই ছবিকে নতুন মাত্রায় পৌছে দেবে।

Related News

Back to top button