ওয়েব ডেস্কঃ

মন্ত্রী হয়ে প্রথমবার  উত্তরকন্যায় এলেন  রবীন্দ্রনাথ ঘোষ। দফতরের আধিকারিকদের সাথে  বৈঠকে বসেন তিনি। দফতরের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের আমলে কি কি প্রকল্প শুরু হয়েছিল, সেই প্রকল্প গুলির কাজ কতদুর এগিয়েছে সেই সব কিছুই জানতে চাইলেন রবীবাবুর দফতরের আধিকারিকদের থেকে।

ওয়েব ডেস্কঃ

 

মন্ত্রী হয়ে প্রথমবার  উত্তরকন্যায় এলেন  রবীন্দ্রনাথ ঘোষ। দফতরের আধিকারিকদের সাথে  বৈঠকে বসেন তিনি। দফতরের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের আমলে কি কি প্রকল্প শুরু হয়েছিল, সেই প্রকল্প গুলির কাজ কতদুর এগিয়েছে এই সব নানান বিষয় জানতে চাইলেন রবীবাবু তাঁর দফতরের আধিকারিকদের থেকে।

Exit mobile version