Archiveরায়গঞ্জ

রায়গঞ্জে বিজেপির নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ

ভোটের ঠিক দিন সাতেক আগে বিজেপির নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। চাঞ্চল্য রায়গঞ্জে।

 

Bengal Live রায়গঞ্জঃ বিজেপির নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রায়গঞ্জ বিধানসভার কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের পিরোজপুরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ, ক্রমাগত হুমকি দিচ্ছিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাতে বিজেপির নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয় তৃণমূল কংগ্রেস। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে পিরোজপুর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হয়েছেন বিজেপির নেতা কর্মীরা। ঘটনাস্থলে ছুটে আসে কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির পুলিশবাহিনী। যদিও এই ঘটনার সাথে তৃণমূলের কোনও যোগ নেই বলে দাবি করেছে স্থানীয় নেতৃত্ব।

পয়লা বৈশাখের দিন রাতে রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের পিরোজপুর এলাকায় বিজেপির একটি নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। এই ঘটনার অভিযোগের তীর উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। স্থানীয় বিজেপির মন্ডল সভাপতি গনেশ চন্দ্র বিশ্বাস অভিযোগ করে বলেন, বেশ কিছুদিন ধরেই আমাদের দলের কর্মীদের হুমকি দিয়ে আসছিল তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। গতকাল রাতে আমাদের নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এই ঘটনার সাথে যুক্ত তৃণমূল দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে আমরা এলাকায় পথ অবরোধ করেছি। যতক্ষণ না দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হবে ততক্ষণ এই অবরোধ চলবে। প্রয়োজনে আমরা রাজ্য সড়ক এবং রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হবো।

এদিকে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা তথা কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের প্রধান প্রশান্ত দাস জানিয়েছেন, বিজেপির নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসের কোনও হাত নেই। এটা বিজেপির গোষ্ঠীকোন্দলের বহিঃপ্রকাশ। তিনি এও বলেন, সম্প্রতি বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীকে অপসারিত করার কারনেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়েছে। এই ঘটনা তারই প্রতিফলন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ।

Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button