Nblive রায়গঞ্জঃ রায়গঞ্জের সেরা তিনটি পূজাকে বাছাই করে নিল উত্তরবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল nblive.in।
বিচারকদের বিচারে থিম পূজায় সেরার শিরোপা পেয়েছে সমাজ সেবক সংঘ।
সাবেকিয়ানায় সেরা হয়েছে বিদ্রোহী ক্লাব।
সামগ্রিকভাবে সেরা পূজার সম্মান ছিনিয়ে নিয়েছে সুদর্শনপুর সর্বজনীন দূর্গোৎসব।