Archiveরায়গঞ্জ

রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনে হাতেনাতে ধরা পড়ল ছিনতাইবাজ

NBlive রায়গঞ্জঃ কলকাতা রাধিকাপুর ট্রেনের এসি কামরায় হাতেনাতে ধরা পড়ল এক ছিনতাইবাজ। এক মহিলার ব্যাগ ছিনতাই করে পালানোর সময় ট্রেনের অন্যান্য যাত্রীরা ওই ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলে। সকালে স্টেশনে ট্রেন পৌঁছতেই রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। যাত্রী সুরক্ষার অভাব নিয়ে বেশ কিছুক্ষণ স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ রেল স্টেশনে।

অভিযোগকারী রেল যাত্রী পিয়ালী বোস দাস জানিয়েছেন, রাধিকাপুর এক্সপ্রেসে করে কলকাতা থেকে রায়গঞ্জে ফিরছিলেন এসি কামরায়। আচমকা এক ব্যক্তি তাঁর ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। চিৎকার চেঁচামেচি করলে ওই মহিলা যাত্রীকে ভয় দেখাতে থাকে বলে অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে।

এদিকে ঘটনা জানাজানি হতেই ট্রেনে থাকা অন্যান্য যাত্রীরা ছিনতাইবাজকে ধরে ফেলে। যাত্রীদের প্রশ্ন, টিকিট ছাড়া এসি কামরায় কী করে এই ব্যক্তি উঠে পড়ল? টিটিকে বারংবার জানালেও টিটি কোনও ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেছেন ট্রেনের যাত্রীরা। এই ঘটনার পর রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা।

জানা গিয়েছে অভিযোগ কারী পিয়ালী বোস দাস রায়গঞ্জ দায়রা আদালতে সেরেস্তাদার। ঘটনায় রেলপুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে রেলপুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম কুন্তল ব্যানার্জী। বাড়ি বিরাটী এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

Related News

Back to top button