Archive

শিক্ষিকাকে উত্যক্ত করার অভিযোগ টিআইসির বিরুদ্ধে

শিক্ষিকাকে উত্যক্ত করার অভিযোগ টিআইসির বিরুদ্ধে

Bengal Live ওয়েব ডেস্কঃ সহকারী শিক্ষিকাকে উত্যক্ত করার অভিযোগ টিআইসির বিরুদ্ধে৷ অভিযুক্ত শিক্ষক তথা তৃণমূল নেতা রঞ্জন শীল শর্মা তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে পালটা ওই শিক্ষিকার বিরুদ্ধে স্কুলের নিয়ম কানুন না মানার অভিযোগ এনেছেন। পুরো ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি জুড়ে।

অভিযোগকারী শিক্ষিকা জানিয়েছেন, শিলিগুড়ি নেতাজি জিএসএফপি স্কুলের টিআইসি রঞ্জন শীল শর্মা ২০১৭ সাল থেকে তাঁকে হেনস্থা করে চলেছেন। রঞ্জন বাবু তৃণমূলের দাপুটে নেতা হওয়ায়, ভয়ে তিনি অভিযোগ জানাতে পারেননি। তবে বাধ্য হয়ে তিনি অভিযোগ জানিয়েছেন। টিআইসি ছাড়াও ওই স্কুলের অন্যান্য সহকারী শিক্ষক ও শিক্ষিকাদের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগে সরব হয়েছেন অভিযোগকারী শিক্ষিকা।

এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে রঞ্জন শীল শর্মা বলেন, এমন কোনও ঘটনাই ঘটেনি। পালটা অভিযোগকারী শিক্ষিকার বিরুদ্ধে তিনি স্কুলের পরিবেশ নষ্ট করার অভিযোগ এনেছেন। স্কুলের নিয়ম কানুনের তোয়াক্কা করেন না ওই শিক্ষিকা বলেও মন্তব্য করেন রঞ্জন বাবু৷ পুরো ঘটনাটিকে দুঃখজনক বলে দাবী করেন তিনি।

Related News

Back to top button