কুলদাকান্ত ও তারাপদ মেমোরিয়াল ফুটবল টুর্ণামেন্টকে ঘিরে নস্টালজিক হল রায়গঞ্জ
Nblive রায়গঞ্জঃ রায়গঞ্জ টাউনক্লাব ময়দানে চলছে ৮৩ তম কুলদাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়ন শীল্ড ও তারাপাদ মেমোরিয়াল রানার্স-আপ কাপ ফুটবল টুর্ণামেন্ট। রায়গঞ্জ টাউন ক্লাব মাঠে এদিনের খেলায় অংশগ্রহন করেছিল হাওড়া ইউনিয়ন ও নর্থ বেঙ্গল আর্মড পুলিশ ব্রিগেড।
এদিনের খেলায় জয়ী হয়েছে হাওড়া ইউনিয়ন। ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহন করেছিল মোট ৮টি দল।
এদিনের খেলায় দর্শকের আসনে উপস্থিত ছিলেন সাংসদ মহম্মদ সেলিম।
১৯২৭-২৮ সাল নাগাদ রায়গঞ্জ ছিল ছোট একটি চৌকি মাত্র। যদিও তখন থেকেই ক্রীড়াচর্চার দিক থেকে যথেষ্ট সুনাম অর্জন করেছিল দিনাজপুর জেলার রায়গঞ্জ। সেই সময় টাউন ক্লাব মাঠের নাম ছিল জুবিলি ময়দান। এই মাঠেই কয়েকবার ফুটবল খেলেছেন শতবর্ষ পুরনো খ্যাতনামা ফুটবল খেলোয়ার সামাদ সাহেব।
রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের পরেই সেই সময় খেলাধুলোয় অগ্রণী ভূমিকা পালন করত টাউন ক্লাব ময়দান। টাউন ক্লাবের নিজস্ব দল ঠাকুর গাঁ, দিনাজপুর, কিশানগঞ্জ সহ একাধিক জায়গায় ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহন করত। ১৯৩৯ সালে কয়েকটি সংগঠন মিলে জন্ম হয় রায়গঞ্জ ইন্সটিটিউটের। সেই সাথেই রায়গঞ্জ টাউন ক্লাব মাঠও মিশে যায় ওই সংস্থার সাথে। সেখান থেকেই সূচনা কুলদাকান্ত ফুটবল টুর্ণামেন্টের। প্রায় মাস খানেক সময় ধরে চলা ফুটবল টুর্ণামেন্ট রূপ নিত ফুটবল উৎসবে।