বেঙ্গল লাইভ Special

আজ বিশ্ব ফটোগ্রাফি দিবস

Nblive ওয়েব ডেস্কঃ আজ বিশ্ব ফটোগ্রাফি দিবস। বিগত ১৭৭ বছর থেকে ১৯ অগাষ্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু এই দিনটিকেই কেন ফটোগ্রাফি দিবস হিসেবে বেছে নেওয়া হল? জানা যায় আজকের দিনেই ১৮৩৯ সালে ফ্রান্স সরকার ডাগুয়েরে ফটোগ্রাফি পদ্ধতি পেটেন্ট ক্রয় করে। তারপর থেকেই এই দিনটিকে বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে বেছে নেওয়া হয়। এই শৈলির উদ্ভাবন করেছিলেন জোসেফ নিপসে ও লুই ডাগুয়েরে। ১৮১৬ সালে জোসেফ নিপসে প্রথম স্থির আলোকচিত্র তোলার ক্যামেরা আবিষ্কার করেন। এরপর ১৮৩৩ সালে নিপসের মৃত্যুর পর তাঁর অংশীদার লুই ডাগুয়েরে গবেষনা চালিয়ে যান এবং ১৮৩৭ সালে প্রথম ফটোগ্রাফিক পদ্ধতি তৈরি করেন।

ক্যামেরা শব্দটি এসেছে একটি ল্যাটিন শব্দ ‘কামারা’ থেকে। যার বাংলা অর্থ ঘর। আর যেই যন্ত্রটি আজ ক্যামেরা নামে পরিচিত হয়েছে তার নাম আসলে ক্যামেরা অবস্কুরা। এটিও একটি ল্যাটিন শব্দ। যার বাংলা অর্থ অন্ধকার।  অর্থাৎ ‘অন্ধকার ঘর’

ফটোগ্রাফি আসলে একটি ইংরেজি শব্দ। যার বাংলা মানে “আলো দিয়ে আঁকা”। গ্রিক শব্দ ‘ফস’ ও ‘গ্রাফ’ শব্দ থেকেই ফটোগ্রাফি শব্দটি এসেছে।

 

image006 ১৮৩৯ সালের প্রথম ডাগুয়েরে ক্যামেরা। মাথা না নাড়িয়ে ১৫ মিনিট বসে থাকার পর ছবি তোলা সম্ভব হত।

 

 

 

 

 

1931 gold-plated Luxus Leica Camera১৯৩১ সালের জার্মান লাইকা ৩৫mm ক্যামেরা

 

 

 

 

2061424356_698333ef70_b   ১৯৮৪ সালের পোলারয়েড ক্যামেরা।এক মিনিটেই ছবি পাওয়া যেত।

 

 

 

 

Related News

Back to top button