ব্যবসা-বানিজ্য

টেলিকম বাজার ধরতে জুটি বাঁধলো ভোডাফোন ও আইডিয়া

যুদ্ধের বাজারে নিজেদের প্রমাণ করতে এবার ভোডাফোন ও আইডিয়া বাঁধল জুটি। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে নতুন ব্র‍্যান্ডের নাম।

Bengal Live ডেস্কঃ বাজার ধরতে আসছে ভোডাফোন ও আইডিয়ার নতুন যুগ্ম টেলিকম কোম্পানি ‘V!’। একসময় ভারতের বাজারে দাপট ছিল ভোডাফোন ও আইডিয়ার। কিন্তু জিও আসার পর প্রায় সবাইকেই মন্দার মুখ দেখতে হয়। অবশেষে দুই সংস্থা ভোডাফোন ও আইডিয়া একই সঙ্গে পথ চলা শুরু করলো।

সাংবাদিক বৈঠক করে ‘V!’ এর CEO রবিন্দর টক্কর জানান – “দু’বছরেরও কম সময়ের মধ্যে বিশ্বের বৃহত্তম এই সংযুক্তিকরণ সম্ভব হয়েছে। দেশের এক নম্বর মোবাইল পরিষেবা সংস্থা হবে এই V! (ভি)।” নতুন কোম্পানির নাম ঘোষণা হবার পাশাপাশিই বেরিয়ে এসেছে তাদের নতুন কিছু প্ল্যান।

বাজারে আসছে ১০ কোটি জিও স্মার্টফোন, মিলবে জলের দরে

চলুন একনজরে দেখে নেওয়া যাক (V!) এর নতুন কিছু সম্ভাব্য প্ল্যান-

  1. ২৪৯ টাকায় ২৮ দিন মিলবে ১.৫ GB ইন্টারনেট (প্রতিদিন)।
  2. ২৯৯ টাকায় ২৮ দিন মিলবে ২+২ GB ইন্টারনেট (প্রতিদিন)।
  3. ৩৯৯ টাকায় ৫৬ দিন মিলবে ১.৫ GB ইন্টারনেট (প্রতিদিন)।
  4. ৫৯৯ টাকায় ৮৪ দিন মিলবে ১.৫ GB ইন্টারনেট।
  5. ১৪৯ টাকায় ২৮ দিন মিলবে ২GB+ ৩০০ SMS।
  6. ৩৭৯ টাকায় পাওয়া যাবে ৬GB+ ১০০০ SMS ৮৪ দিনের জন্য।
  7. ২১৯ টাকা দিলে মিলবে ১ GB ২৮ দিনের জন্য।
  8. ৪৪৯ টাকায় পাওয়া যাবে প্রতিদিন ২+২ GB ইন্টারনেট ৫৬ দিনের জন্য
  9. ৬৯৯ টাকায় পাওয়া যাবে প্রতিদিন ২+২ GB ইন্টারনেট ৮৪ দিনের জন্য।
  10. ২৩৯৯ টাকায় পাওয়া যাবে প্রতিদিন ১.৫ GB ইন্টারনেট ৩৬৫ দিনের জন্য।

এই প্রতিটি ক্ষেত্রেই টকটাইম মিলবে আনলিমিটেড।

Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button