সঙ্গীত প্রেমী রায়গঞ্জবাসীকে Backbenchers – এর প্রথম উপহার ‘আহির’
নামেই রয়েছে Backbenchers। তবে পেছনের সারিতে ওদের স্থান নেই। ওরা চায় এগিয়ে যেতে। সঙ্গীত প্রেমী রায়গঞ্জবাসীকে Backbenchers দিল প্রথম উপহার ‘আহির’।
Bengal Live রায়গঞ্জঃ জার্নিটা শুরু হয়েছিল প্রায় চার বছর আগে। রায়গঞ্জ শহরের গুটি কয়েক ছেলে মিলে শুরু করেছিল বাংলা ব্যান্ড। নিজেদের লেখা ও সুর করা গানের পাশাপাশি রূপম ইসলাম সহ বাংলা ব্যান্ডের জগতে বিখ্যাত শিল্পীদের গান করে মঞ্চ মাতিয়ে তুলত চয়ন, রূপাঞ্জন, প্রলয়,সৌম্য, বিপ্রদীপরা। এই ভাবেই বেশ কয়েকটা বছর কাটিয়ে দেওয়ার পর এবার নতুন করে নিজেদের পরিচয় গড়ে তোলার দিকে এগিয়ে গেল রায়গঞ্জ শহরের Backbenchers।
রবিবার মুক্তি পেল তাঁদের প্রথম গানের অ্যালবাম। মোট পাঁচটি মৌলিক গান নিয়ে হাজির হয়েছেন ব্যান্ডের সদস্যরা। চয়ন, রূপাঞ্জন, প্রলয়,সৌম্য, বিপ্রদীপরা জানান, এই অ্যালবামে মোট পাঁচটি গান রয়েছে। প্রত্যেকটাই তাদের লেখা ও সুর করা। ইতিমধ্যেই রূপম ইসলাম, সিধু সহ অন্যান্য খ্যাতনামা শিল্পীরা এই গানের অ্যালবামটি নিয়ে নিজেদের মত প্রকাশ করেছেন। সকলেরই পছন্দ হয়েছে বলে জানিয়েছেন চয়নরা।
প্রলয়,সৌম্যরা জানিয়েছেন,’ অপেক্ষা’, ‘লুজার’, ‘ফিরবো না আর’, ‘আগুন’ ও ‘আলোহীন’ নামে পাঁচটি গান রয়েছে তাঁদের ‘আহির’ অ্যালবামে। প্রত্যেকটি গানই হার্ড রক ঘরানার। রায়গঞ্জের এস এস মিউজিক থেকেই রেকর্ডিং সহ যাবতীয় কাজটা সম্পন্ন হয়েছে। বিপ্রদীপ ও রূপাঞ্জনের দাবি, উত্তরবঙ্গে প্রথম কোনও বাংলা ব্যান্ড হার্ড রক ঘরানার মিউজিক অ্যালবাম প্রকাশ করল। এতো কিছুর মাঝে শহরবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে ভোলেন নি Backbenchers- রা।