বিনোদন

‘ভুলভুলাইয়া ২’ -তে দেখা যাবেনা অক্ষয়কুমার -কে

চলতি বছরেই মুক্তি পেতে চলেছে ‘ভুলভুলাইয়া ২’। তবে এবার আর অক্ষয় কুমারকে দেখা যাবেনা। অভিনয় করছেন না বিদ্যাবালন-ও।

Bengal Live ওয়েব ডেস্কঃ বক্স অফিস হিট ছবি ‘ভুলভুলাইয়া’ তার সিক‍্যুয়েল ‘ভুলভুলাইয়া ২’ রিলিজ ডেট প্রকাশ করলেন ভূষণ কুমার। আগামী ৩১ শে জুলাই মুক্তি পাবে এই ছবিটি বলে জানিয়েছেন তিনি। কিন্তু এই ছবিতে অভিনয় করতে দেখা যাবেনা পর পর বক্স অফিস হিট করা ছবি উপহার দেওয়া অভিনেতা অক্ষয় কুমারকে। তাঁর সাথে দেখা যাবেনা বিদ‍্যাবালন-কেও। এই দুই প্রধানচরিত্রে থাকা অভিনেতা অভিনেত্রীর পরিবর্তে দেখা যাবে বর্তমান প্রজন্মের হার্ট থ্রব কার্তিক আরিয়ান ও কিয়েরা আঢবাণী-কে। এছাড়াও এই ছবিতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী তবু।

এই ছবির ডিরেক্টর অ্যানিজ বাজমি ছবিটি সম্পর্কে জানিয়েছেন , এটি ভুলভুলাইয়ার সিক‍্যুয়াল হলেও গল্পের সাথে কোনো মিল থাকবেনা; তার‌ই লেখা একেবারে নতুন গল্প নিয়ে তৈরী হচ্ছে এই সিক‍্যুয়ালটি। আগের ছবিটি মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে হলেও এই ছবিটির গল্পের চাকা ঘুড়বে ভূতকে কেন্দ্র করে। টিসিরিজের ব‍্যানারে প্রকাশ পাবে ছবিটি।

কার্তিকের ঝুলিতে আর‌ও কয়েকটি ছবি রয়েছে , যেমন-‘ লভ আজকাল ২’ ‘পতি পত্নী ওর বো’, ‘দোস্তানা ২’। কিয়ারার হাতেও রয়েছে ‘লক্ষ্মী বম’, ‘গুড নিউজ’ , ‘শেরশাহ’-এর মতো ছবি।

Related News

Back to top button