Advertisement
বিনোদন

দাদা সাহেব ফালকে পাচ্ছেন অমিতাভ বচ্চন, ট্যুইটারে শুভেচ্ছার ঝড়,দেখুন এক নজরে

দাদা সাহেব ফালকে পাচ্ছেন অমিতাভ বচ্চন, ট্যুইটারে শুভেচ্ছার ঝড়,দেখুন এক নজরে

Bengal Live ওয়েব ডেস্কঃ ভারতীয় চলচিত্র জগতে সর্বোচ্চ সম্মান পাচ্ছেন অভিনেতা অমিতাভ বচ্চন। মঙ্গলবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের এই ট্যুইটের পরেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঝড়। তাঁর ভক্তদের পাশাপাশি শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন সচীন টেন্ডুলকার, লতা মঙ্গেশকর রীতেশ দেশমুখ,রজনীকান্ত সহ অন্যান্যরা। অমিতাভ বচ্চনকে শুভেচ্ছা জানিয়ে সমুদ্র সৈকতে স্যন্ড আর্ট প্রস্তুত করেছেন সুদর্শন পট্টনায়ক।

ভারতীয় চলচিত্র জগতে দাদা সাহেব ফালকে পুরষ্কারই সর্বোচ্চ সম্মান। সেই সম্মানেই এবার ভূষিত হচ্ছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন।
১৯৮৪ সালে পদ্মশ্রী সম্মান পেয়েছেন অমিতাভ বচ্চন। এরপর ২০০১ সালে পদ্মভূষণ ও ২০১৫ সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন অমিতাভ।

ভারতীয় চলচিত্র জগতে অমিতাভ বচ্চনের আগে আরও ৪৯ জন এই সম্মান পেয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, সঙ্গীত শিল্পী মান্না দে সহ আরও অনেকে। এবার সেই তালিকাতেই স্থান করে নিলেন অমিতাভ বচ্চনও।

Tags
Back to top button
Close