কর মুক্ত ‘ছপাক’, ছবির সাফল্য কামনায় পুজো দিলেন অভিনেত্রী
মধ্যপ্রদেশ ও ছত্তিশগডে করমুক্ত দীপিকা পাডুকোন অভিনীত ‘ছপাক’। ছবির সাফল্য কামনায় সিদ্ধিবিণায়ক মন্দিরে এদিন সকালে পুজো দিলেন তিনি।
Bengal Live ওয়েব ডেস্কঃ আজ মুক্তি পেল দীপিকা পাডুকোনের ‘ছপাক’। ছবির সাফল্য কামনায় তাই সকাল সকাল অভিনেত্রী পৌঁছে গিয়েছেন সিদ্ধিবিণায়ক মন্দিরে গণপতি বাপ্পার আরাধনা করতে।
এদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ বৃহস্পতিবার এই ছবিটিকে করমুক্ত ঘোষণা করেছেন। একই পথ অবলম্বন করেছেন ছত্তিশগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেষ বাঘেলও। তারা সোশ্যাল মিডিয়ায় এই ছবিটির বিষয়টি নিয়ে প্রশংসাও করেছেন অনেক।
মেঘনা গুলজার পরিচালিত এই মুভিতে দীপিকা এক অ্যাসিড আক্রান্ত মহিলা লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে অভিনয় করছেন। নেটিজিনরা সিনেমা দেখে দীপিকার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন। আজ ছুটিরদিন না হওয়া সত্ত্বেও সকালের শোতে দর্শকের আসন প্রায় ভর্তি ছিলো । সাধারণত এরকম ব্যস্ত দিনে সন্ধ্যার বা রাতের শোতে ভিড় দেখা যায় বেশি তারফলে সিনেমা হল কর্তারা বেশ অবাক হয়েছেন মর্নিং শোতে এমন ভীড় দেখে।
दीपिका पादुकोण अभिनीत ऐसिड अटैक सर्वाइवर पर बनी फ़िल्म “
छपाक “ जो 10 जनवरी को देश भर के सिनेमाघरों में रिलीज़ हो रही है , को मध्यप्रदेश में टैक्स फ़्री करने की घोषणा करता हूँ।
1/2— Kamal Nath (@OfficeOfKNath) January 9, 2020