শুভ জন্মদিন ‘দ্য ওয়াল’
বিশ্ব ক্রিকেটের ইতিহাসে ‘দ্য ওয়াল’ নামেই পরিচিত তিনি। যাঁর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঝড়। তিনি আর কেউ নন, তাঁর নাম রাহুল দ্রাবিড়।
Bengal Live ওয়েব ডেস্কঃ কিংবদন্তী ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের আজ ৪৭ তম জন্মদিন। যিনি সবচেয়ে বেশি বলের সম্মুখীন হয়েছেন বিশ্ব টেষ্ট ক্রিকেটের ইতিহাসে, দশ হাজারেরও বেশি রানের মালিক তিনি, ৪৮টি আন্তর্জাতিক শতরান করেছেন; যার পরিচয় ‘দ্য ওয়াল’ নামে তার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঝড়। সোশ্যাল মিডিয়ায় তার খেলার একটি ভিডিও পোষ্ট করে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই। বীরেন্দ্র সেহবাগ, ভিভিএস লক্ষ্মন , অজিঙ্কা রাহানে, মহম্মদ কাইফ সকলে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের অভিভাবককে। আইসিসি, চেন্নাই সুপার কিংসের মতো সংস্থাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।
তিনি ১৬৪টি টেষ্ট, ৩৩৪টি একদিনের ম্যাচ, ও ১টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তার রানের ঝুলিতে রয়েছে একদিনের ম্যাচে ১০৮৮৯ রান গড় ৩৯.১৬, টেষ্টে রয়েছে ১৩২৮৮ রান যার গড় ৫২.৩১। ভারতীয় ক্রিকেটে সচিন তেন্ডুলকরের পরে তার নামই উঠে আসে অন্যতম খেলোয়ার হিসেবে।
এই প্রাক্তন অধিনায়ক ও ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির অপারেশনাল ডিরেক্টর শুধু তার খেলার মাধ্যমে ভারতীয় ক্রিকেটকে তার কাছে ঋনী করেননি তিনি ভারতকে অনেক যুব ক্রিকেটারও খুঁজে এনে উপহার দিয়েছেন। তার হাত ধরেই সঞ্জু স্যামসন, ময়ঙ্ক আগরওয়াল, হনুমা বিহারী, পৃথ্বিশ শ্ব, বিজয় শঙ্কর, শুভমন গিল, উনমুক্ত চান্দ, করুন নায়র, এমনকি লোকেশ রাহুলের মতো খেলোয়াররা উঠে এসেছেন নতুন তারকা ক্রিকেটার হিসেবে।
Wishing my good friend Rahul Dravid a very special birthday and a wonderful year filled with love,happiness and prosperity. pic.twitter.com/0zx7cmi5S1
— VVS Laxman (@VVSLaxman281) January 11, 2020
Inspiration. Role Model. Legend. Wishing the great man , Rahul Dravid a very happy birthday #HappyBirthdayRahulDravid pic.twitter.com/x9fRuZ6so9
— Mohammad Kaif (@MohammadKaif) January 11, 2020
Happy birthday #RahulDravid what a legend ???? pic.twitter.com/oMQhVMFbav
— Harbhajan Turbanator (@harbhajan_singh) January 11, 2020
???? Scored over 10,000 runs in both Tests and ODIs
???? Faced more Test deliveries than any other batsman
???? Only player to be involved in two 300-plus ODI partnerships
???? 48 international centuriesHappy birthday, Rahul Dravid ????
????️ What are your favourite memories of 'The Wall'? pic.twitter.com/m3tvtNA3g6
— ICC (@ICC) January 11, 2020
Wishing The Wall – Rahul Dravid a very Happy Birthday. His exploits in Test cricket are well known but we thought we would relive one of his knocks in ODIs against New Zealand.
#HappyBirthdayRahulDravid ???????? pic.twitter.com/psUsTPw8Xt— BCCI (@BCCI) January 11, 2020
Birthday greetings to cricketing legend Rahul Dravid
— Mamata Banerjee (@MamataOfficial) January 11, 2018