টিনটিনের ৯১-এ পা
১০ই জানুয়ারি ১৯২৯ সালে এই বিখ্যাত কমিক ক্যারেক্টারের জন্ম হয় রেমি হার্জ ছদ্মনামে জর্জ রেমির হাত ধরে। আজ টিনটিনের ৯১তম জন্মদিন।
Bengal Live ওয়েব ডেস্কঃ আজকের দিনেই জন্ম হয়েছিল নব্বয়ের দশকের বিখ্যাত কমিক ক্যারেক্টর টিনটিনের। ১০ই জানুয়ারি ১৯২৯ সালে এই বিখ্যাত কমিক ক্যারেক্টারের জন্ম হয় রেমি হার্জ ছদ্মনামে জর্জ রেমির হাত ধরে। ‘ল্য ভাঁতিয়েম সিয়েকল’ নামক একটি বেলজিয়ান সংবাদপত্রের ল্য পতি ভাঁতিয়েম নামক শিশুদের ক্রোড়পত্রে ফরাসি ভাষায় সর্বপ্রথম এই সিরিজের আত্মপ্রকাশ ঘটে।
ধারাবাহিকভাবে মোট চব্বিশটি অ্যালবামে প্রকাশিত এই সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। টিনটিনকে নিয়ে একটি সফল পত্রিকা প্রকাশিত হয়। টিনটিনের গল্প অবলম্বনে চলচ্চিত্র ও নাটকও নির্মিত হয়। সিরিজটি বিংশ শতাব্দীর সর্বাপেক্ষা জনপ্রিয় ইউরোপীয় অন্যতম। মোট ৫০টিরও বেশি ভাষায় অনূদিত এই সিরিজের বইয়ের কপি বিক্রির সংখ্যা ২০ কোটি ছাড়িয়ে গেছে। টিনটিনের গল্পগুলো নিয়ে সিনেমাও তৈরি হয়েছিল পরবর্তীতে যদিও।
‘অ্যাডভেঞ্চার অফ টিনটিন’ প্রধান চরিত্র এই টিনটিন। তিনি একাধারে সাংবাদিক আবার দুঃসাহসী ব্যক্তিও। তার পোষ্য স্নোয়ী এবং সহযোগী ক্যাপ্টেন হ্যাডক্ মিলে গোটা বিশ্ব ঘুরে বেড়ান এবং রহস্য ভেদ করেন।
বাংলায় এই কমিকস্ গুলো কে অনুবাদ করেন লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তী। বাংলায় যদিও টিনটিনের পোষ্য কুকুরটির নাম স্নোয়ীর বদলে কুট্টুস করেছেন তিনি। এই বিশেষ দিনে টিনটিনের ভক্তরা তার কথা মনে করে স্মৃতি রোমন্থন করবেননা তা হতেই পারেনা।