‘হ্যাক’ হয়ে গেলো হিনা খানের ল্যাপটপ, মোবাইল
মাত্র ১৯ বছরের ছেলে হ্যাক করে নিয়েছেন হিনা খানের ব্যক্তিগত সমস্ত তথ্য। সে হিনা খানের প্রেমে এতোটাই পাগল যে হিনা খান তার প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় , অভিনেত্রীর অন্তরঙ্গ মহূর্তের ছবি ফাঁস করে দিয়েছে সোশাল মিডিয়ায়।
Bengal Live ওয়েব ডেস্কঃ মাত্র ১৯ বছরের ছেলে হ্যাক করে নিয়েছেন হিনা খানের ব্যক্তিগত সমস্ত তথ্য। সে হিনা খানের প্রেমে এতোটাই পাগল যে হিনা খান তার প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় , অভিনেত্রীর অন্তরঙ্গ মহূর্তের ছবি ফাঁস করে দিয়েছে সোশাল মিডিয়ায়। এমনই এক কাহিনী নিয়ে হিনা খানের পরবর্তী সিনেমা ‘হ্যাকড’, যার ট্রেলর মুক্তি পেয়েছে রবিবার।
ইন্টারনেটের নির্ভর যুগে আমরা যে কতোটা আনসেফড ও আমাদের ব্যক্তিগত কথাবার্তা , সম্পর্ক যে আর ব্যক্তিগত থাকছেনা চাইলেই নিমেষে কেউ যে এসব কিছু ফাঁস করে দিতে পারে বা লুকিয়ে লুকিয়ে আঁড়ি পাতছেনা কে বা বলতে পারে। এমনই এক গল্পের কাহিনী বিক্রম ভাট পরিচালিত ‘হ্যাকড’ সিনেমায় । যেখানে একটা ১৯ বছরের ছেলে রোহন বিভিন্ন মেয়ের পার্সোনাল ছবি কিংবা তথ্য যোগার করে তাদের ব্ল্যাকমেল করে এবং তাদের নগ্ন করে সেসব ভিডিও রেকর্ড করে রাখে, ধর্ষণ করে। এরই মাঝে সে হিনা খানের প্রেমে পড়ে এবং হিনা খান রাজি না হলে হিনা খানের ইমেল হ্যাকড করে অফিসের বিভিন্ন তথ্য ফাঁস করে।
এতো কিছুর পরও হিনা খান রাজি না হয়ে অন্যএকজনের সাথে রিলেশনসিপে যান এবং শারিরীক সম্পর্কে লিপ্ত হন। রোহন সেইসব অন্তরঙ্গ মহূর্তের ছবি রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেন। ট্রেলরে আপাতত এতটুকুই বোঝা যাচ্ছে পুরোটা জানতে হলে ৭ই ফেব্রুয়ারি অভিনেত্রী সকলকে থিয়েটার হলে আসার কথা বলেছেন।
https://youtu.be/n1ভ্বেলচটম্মা